রবিবার ● ৭ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অবরোধকালে বিজিবি’র গাড়ি ভাঙচুর
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অবরোধকালে বিজিবি’র গাড়ি ভাঙচুর
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.)  খাগড়াছড়িতে কর্তব্যরত পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে প্রথম দিনের অবরোধ শেষে দ্বিতীয় দিনের ৭ জানুয়ারি রবিবার অবরোধকালে বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি’র গাড়ি ভাঙচুর করেছে অবরোধ সমর্থক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ কর্মীরা। রবিবার দুপুরের দিকে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় বিজিবি’র দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আনিসুর রহমানকে বহনকারী পাজেরোসহ দুটি পাজেরো ও দুটি পিকআপ খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পুনর্বাসন যাত্রীছাউনির পাশের পাহাড় থেকে ৫/৭ জন অবরোধ সমর্থক বিজিবি’র গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারে। এতে বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল আনিসুর রহমানকে বহনকারী পাজেরো গাড়ির ডান পাশের গ্লাস ভেঙেযায়। এ সময় অপর পাজেরোটির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে এ সময় গাড়িতে থাকা কেউ আহত হয়নি বলে সূত্র জানিয়েছে। এসময় বিজিবি ও স্থানীয়দের উপস্থিতি দেখে অবরোধ সমর্থক ইউপিডিএফ কর্মীরা পালিয়ে যায়।
প্রসঙ্গত, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ‘র সংগঠক মিঠুন চাকমার হত্যকারীদের গ্রেফতার ও শনিবারের অবরোধ চলাকালে বিনা উস্কানিতে পিকেটারদের উপর টিয়ার সেল নিক্ষেপ ও খাগড়াছড়ি সদরের কয়েকটি জায়গায় পিকেটিংয়ে ফাঁকা গুলি বর্ষণের প্রতিবাদে ইউপিডিএফ আহুত সড়ক পথ অবরোধ একদিন বাড়িয়ে ফের  রবিবার সকাল-সন্ধ্যা সড়ক পথ অবরোধের ডাক দেয় সংগঠনটি।

      
      
      



    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা    
    খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি    
    খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক    
    গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ    
    খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল    
    খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা    
    সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী