বুধবার ● ৩১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ধর্ম » সিলেট বৌদ্ধ বিহারে শুভ মাঘী পূর্ণিমা উদযাপিত
সিলেট বৌদ্ধ বিহারে শুভ মাঘী পূর্ণিমা উদযাপিত
সিলেট প্রতিনিধি :: (১৮ মাঘ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৩মি.) আজ ৩১ জানুয়ারি বুধবার শুভ মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম ধর্মীয় তিথি। দিনব্যাপী বিভিন্ন আনুষ্ঠানিকতায় সিলেট বৌদ্ধ বিহারে শুভ মাঘী পূর্ণিমা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়।
এ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ নরনারী দানীয় ও পূজার সামগ্রী নিয়ে বৌদ্ধ বিহারে সমবেত হয়, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে, ভিক্ষুদের খাদ্যভোজ্য প্রদান করে এবং দান-দক্ষিণা দেয়। সন্ধ্যায় শীল গ্রহণ এবং প্রদীপ পূজা হয়।
শুভ মাঘী পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘা নন্দ থের মাঘী পূর্ণিমার তাৎপর্য নিয়ে একক ধর্ম দেশনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভদন্ত আনন্দ ভিক্ষু, সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়াসহ সমিতির প্রমুখ।
এই পূর্ণিমা বৌদ্ধরা আনন্দের চেয়ে শোকের মাধ্যমে পালন করেন। কারণ এই পূর্ণিমায় ভারতের উত্তর প্রদেশের বৈশালীর চাপাল চৈত্যে বুদ্ধ নিজেই তার মৃত্যুর কথা বলেন এবং শিষ্যদের সামনে ঘোষণা করেন, আজি হতে তিনমাস পরে শুভ বৈশাখী পূর্ণিমায় তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন।
উল্লেখ্য, এ রকম নিজের আগাম মৃত্যু দিবস ঘোষণা করা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। যেহেতু তিনি সিদ্ধপুরুষ এবং অরহৎ হয়েছিলেন, সেহেতু তারপক্ষে এটা সম্ভব হয়েছিল। মাঘী পূর্ণিমাকে বৌদ্ধরা বুদ্ধের আয়ু সংস্কারের দিনও বলে থাকেন। তার জীবনের একটি বিয়োগ ব্যথাজনিত ঘটনা অনুষ্ঠিত হয়েছিল এই মাঘী পূর্ণিমায়। এ কারণে এ পূর্ণিমাকে ভিক্ষুরা শোকদিবস হিসেবেও পালন করেন। এ পূর্ণিমায় তিনি ভিক্ষুসংঘকে ৩৭ প্রকার বোধিপক্ষীয় ধর্মদেশনা করেছিলেন এবং ভিক্ষুদের জন্য অবশ্যই পালনীয় পাতিমোক্খ সূত্রের ১০টি নিয়ম বুদ্ধ এখানেই বসেই করেছিলেন।





ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
নুনছড়ি পাড়া ওয়্যালুওয়াইন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার না করতে পারে : জুঁই চাকমা
গৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা
ঈশ্বরগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
রাঙামাটিতে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন
১৪৪৬ হিজরী রমজানের সাহ্রি ও ইফতারের সময়সূচি
হরিনা অমৃতধাম বিহারে বুদ্ধ মূর্তি দান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত