বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ : ইউপিডিএফের নিন্দা
খাগড়াছড়িতে যুবকের গুলিবিদ্ধ লাশ : ইউপিডিএফের নিন্দা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৭মি.)  খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাবার বাগানের যৌথ খামার এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ২১ফেব্রুয়ারি সকালে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ নিহতের নাম পরিচয় জানাতে পারেনি।
সকাল ৯ টার দিকে যৌথ খামার এলাকা থেকে গুলিবিদ্ধ এক উপজাতি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে স্বীকার করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইঁয়া বলেন, পাহাড়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়িতে উপজাতী যুবককে গুলি করে হত্যার ইউপিডিএফের নিন্দা
মোফাজ্জল হোসেন ইলিয়াছ :: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাবার বাগানের যৌথ খামার এলাকা থেকে এক উপজাতি যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ নিহতের নাম পরিচয় জানাতে পারেনি। সকাল ৯ টার দিকে যৌথ খামার এলাকা থেকে গুলিবিদ্ধ এক উপজাতি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে স্বীকার করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুদ্দিন ভুইঁয়া বলেন, পাহাড়ে আঞ্চলিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দীঘিনালা ইউনিটের সংগঠক কালো প্রিয় চাকমা আজ ২১ ফেব্রুয়ারি বুধবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলিতে সন্ত্রাসীদের হামলায় এক ইউপিডিএফ সদস্য সাইন চাকমা ওরফে সুপার (২৩) শহীদ হয়েছেন ও অপর ৩ জন আহত হয়েছে। আহতরা হলো অনিল ত্রিপুরা (৪০), মিলন ত্রিপুরা (২৮) ও রুবেল চাকমা (২৬)। তাদের মধ্যে অনিল ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ।
এই ঘটনাকে কাপুরুষোচিত ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করে ইউপিডিএফ নেতা বলেন, ‘কোন কোন ইলেকট্রনিক মিডিয়ায় নিরস্ত্র সাধারণ ইউপিডিএফ সদস্যদের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলাকে “দুই পক্ষের গোলাগুলি” বলে উল্লেখ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’তিনি যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমে নিয়োজিত ব্যক্তিগণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানান। সন্ত্রাসী হামলা, খুন, জুলুম, দমন পীড়ন চালিয়ে ইউপিডিএফ-এর নেতৃত্বে পরিচালিত গণ-আন্দোলনকে অতীতে স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও কখনই যাবে না।

      
      
      



    মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১    
    চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার    
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ    
    খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা    
    খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি    
    খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক    
    গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ    
    খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল    
    খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা    
    সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী