বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী হেলাল সুনামগঞ্জ থেকে গ্রেফতার
বিশ্বনাথে স্ত্রী হত্যাকারী হেলাল সুনামগঞ্জ থেকে গ্রেফতার
বিশ্বনাথ থেকে :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৩১মি.) বিশ্বনাথে দু’সন্তানের জননী হত্যা মামলার আসামী ঘাতক হেলাল মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ২৮ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার বিরেন্দ্রনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে পুলিশ জানতে পারে ঘাতক হেলাল মিয়া দোয়ারা উপজেলায় অবস্থান করছে। দোয়ারা থানা পুলিশের সহযোগীতায় এসআই মিজানুর রহমান বুধবার ভোর সাড়ে ৫টায় দোয়ারা উপজেলার বিরেন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে হেলাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হন। এরপর সকাল ৯টায় গ্রেফতারকৃত হেলালকে বিশ্বনাথ থানায় নিয়ে আসা হয়।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারী চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে স্ত্রী লুবনা বেগম (২৮) কে গলা কেটে হত্যা করে হেলাল মিয়া। হত্যার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করে বিভিন্ন স্থানে পুলিশের নিস্ফল অভিযান পরিচালিত হয়। অবশেষে হেলালকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। প্রায় ১০ বছর পূর্বে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
আল-আমিন (৯) ও নাজিফা বেগম (৩) নামে তাদের দু’সন্তান রয়েছে। হত্যার তিন দিনের মাথায় লুবনার বড় ভাই বাদী হয়ে হেলাল মিয়াকে একমাত্র আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা মামলা করেন।





খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ