সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিশু ও যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে শিশু ও যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৩মি.) গাজীপুরে এক শিশুসহ অজ্ঞাত পরিচয় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১২ মার্চ সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা থেকে এক যুবকের এবং সকালে শ্রীপুর উপজেলা থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, নিহতের যুবকের বয়স ৩৮ ও অপর মেয়ে শিশুর বয়স ৮ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
শ্রীপুর থানার এসআই মো. মনিরুজ্জামান মিয়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন গ্রামের বানার ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থল ত্রিমোহনী নদীর পাড়ে এক শিশুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
মনিরুজ্জামান বলেন, নিহত মেয়ে শিশুটির গলা কাটা, তার পড়নে কোনো পোশাক ছিলনা। শরীরের কিছু অংশ শিয়ালে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। তার বয়স আনুমানিক আট বছর। লাশটি কয়েকদিন আগের। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে তারা ধারণা করছেন।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার এসআই সোহেল রানা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, উপজেলার পূর্ব কালামপুর এলাকায় একটি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা।
আনুমানিক ৩৮ বছর বয়সী ওই যুবকের লাশ রশি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় গাছে ঝুলছিল এবং মুখ গামছা দিয়ে বাধা ছিল। পরনে লুঙ্গি ও চেক শার্ট রয়েছে।
দুর্বৃত্তরা রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী
শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবৈধ ইটভাটা নির্মাণের অভিযোগ