রবিবার ● ১ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে ওরিয়েন্টেশন ক্লাস
ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে ওরিয়েন্টেশন ক্লাস
রাউজান প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ১১.২৯মি.) রাউজানে ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজে একাদশ শ্রেণির প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অাজ ১-জুলাই রবিবার অনুষ্ঠিত হয়েছে।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও “বিহঙ্গ” এর সভাপতি আমির হামজা সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দোস্ত মোহাম্মদ খান, উপাধ্যক্ষ মো. সরওয়ার কামাল চৌধুরী। ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও রাউজান উপজেলা দক্ষিণ এর সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, দুবাই অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ অামিন রনি, ছাত্রলীগনেতা অাজিম উদ্দিন ও ইউপি সদস্যা কামরুল ইসলাম।
এতে সভাপতিত্ব করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয় সিনিয়র শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এর পাশাপাশি কলেজের শিক্ষক, কলেজ ছাত্রলীগও “বিহঙ্গ” সাংস্কৃতিক সংগটন সদস্যাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠিত ওরিয়েন্টশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীরা একদিন দেশ এবং সমাজকে সামনের দিকে এগিয়ে নেবে। তিনি অারো বলেন মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান সকল ছাত্রদের এগিয়ে আসার আহবান জানান। এবং বাংলাদেশকে একটি সুন্দর সমাজ করতে হলে মাদকমুক্ত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ সরওয়ার কামাল চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অর্জনকে ধরে রাখতে শৃঙ্খলার কোন বিকল্প নেই। নবাগত শিক্ষাথীদের তিনি কলেজের নিয়ম শৃঙ্খলা মেনে চলার আহবান জানান।
এতে অারো বক্তব্য রাখেন, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. সাহাবউদ্দিন, যুগ্ন-সম্পাদক মো. মামুন, সুজন, নিশান, মনির হোসেন, মো. জি,এম হাসান, জুয়েল, জয় রাজ, সাকিব, চাব্বির ও শামসুলসহ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ,কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা।





মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন