মঙ্গলবার ● ১৭ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাত্র ৬০ হাজার টাকার অভাবে দুচোখ হারাতে বসেছে কিশোর মারজান
মাত্র ৬০ হাজার টাকার অভাবে দুচোখ হারাতে বসেছে কিশোর মারজান
বিশ্বনাথ প্রতিনিধি :: (২ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৮ মি.) বিশ্বনাথে এক হতদ্ররিদ্র কিশোর মারজান (১৭) মাত্র অল্প টাকার অভাবে নিজের দুচোখ হারাতে বসেছে । অথচ মাত্র ৬০ হাজার টাকার ব্যবস্থা হলে এবং দ্রুত চিকিৎসা করানো গেলে তার এক চোখ রক্ষা করা সম্ভব হবে । এজন্য তার বিধবা মা জাহেদা বেগম সমাজের বিত্তবানদের কাছে তার সন্তানের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন।প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা সদরস্থ পার্শ্ববর্তী বিশ্বনাথ ইউনিয়নের দন্ডপানিপুর গ্রামের বাসিন্দা মারজান পেশায় একজন নির্মাণ শ্রমিক ।জানাগেছে , মারজানের বয়স যখন ৮ তখন তার বাম চোখে পর্দা পরে , সেই থেকে তার চোখের জ্যোতি কমতে থাকে। একদিকে পিতৃহীন আর অন্যদিকে অভাবের সংসারের কারণে সময়মত চিকিৎসা না করায় বাম চোখটি সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায় ।বাম চোখটি নষ্ট হওয়ার কারণে ডান চোখেও তার প্রভাব পড়ছে ।
প্রতিনিয়ত দ্রারিদ্রতার সাথে লড়াই করে যাওয়া মারজান যে বয়সে বই আর খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল , সে বয়সে থাকে হাতুড়ি আর কোদাল নিয়ে কাজে যেতে হয়। ইদানীং বাম চোখের অসহ্য যন্ত্রনা আর ডান চোখের জ্যোতি দিন দিন কমে যাওয়ায় কুঁড়ে ঘরে থাকা মারজানকে অন্যের জন্য আর আকাশচুম্বী ইমারত নির্মাণের কাজে যেতে হয় না ।
মারজানের মা জাহেদা বেগম জানান, চিকিৎসকরা বলেছেন যত দ্রুত সম্ভব বাম চোখটি কেটে ফেলে দিয়ে , ডান চোখে একটি অপারেশন না করলে সেটিও অচিরে নষ্ট হয়ে যাবে । তিনি জানান এর জন্য চিকিৎসা সহ আনুসাঙ্গিক ব্যয় হবে প্রায় ৬০ হাজার টাকা । এর জন্য তিনি সমাজের বিত্তবানদের কাছে তার সন্তানের সুচিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন । তার মতে যদি একটি চোখ বাঁচানো যায় তাহলে অন্তত কোনমতে হলেও তার ছেলেটি কাজকর্ম করে বেঁচে থাকতে পারবে । এমতাবস্থায় সমাজের বিত্তবানরা একটু এগিয়ে আসলে এই কিশোর ছেলেটি হয়ত নতুন এক জীবনের সন্ধান পাবে ।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন