রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » আবুধাবীতে রাউজানের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
আবুধাবীতে রাউজানের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
রাউজান প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) চট্টগ্রামে রাউজান উপজেলার এক প্রবাসী মৃত্যু হয়েছে।
গত ২১ জুলাই শনিবার একটি ১৯তলা ভবনে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে নিচে পড়ে মৃত্যু হয়। শনিবার আবুধাবীর স্থানিয় সময় বিকাল ৪টায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৩০) রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের হাজী নুর আহম্মদ মিস্ত্রীর বাড়ির সুলতান আহম্মদের ৫ম পুত্র।
পারিবারিক সূত্র জানিয়েছে, মোহাম্মদ হোসেন গত ৮ মাস আগে বিয়ে করেন । কিন্তু জীবিকা নির্বাহের তাগিদে সেই আবারো দেশ ছেড়ে আবুধাবীতে পাড়ি জমান।
এদিকে তার মৃত্যুতে তার পরিবার সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আবুধাবীর এক রাউজান প্রবাসী মো. পলাশ মোবাইল ফোনে জানান, মো. হোসেন একটি স্কুলের ভিসায় কাজ করতে বাংলাদেশ থেকে আবুধাবীতে আসেন, সেই স্কুলের কাজ শেষ হলে বাহিরে পার্ট টাইম কাজে করেন বলে জানান। তিনি আরো বলেন ঘটনার দিন এক প্রবাসীর সাথে পাইপ ফিটারের কাজ করতে গিয়েছিল হোসেন। বর্তমানে সেই ঘটনার পর পলাতক রয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে তার লাশ আবুধাবির একটি স্থানিয় হাসপাতালে আছে, সকল আইনি প্রক্রিয়া শেষে লাশ কয়েক দিনের মধ্যে দেশে আনা হবে।
নিহত মোহাম্মদ হোসেন এর বড় ভাই মোহাম্মদ হারেছ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত