সোমবার ● ২৩ জুলাই ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ফুলবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় দুই লাশ উদ্ধার
ফুলবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় দুই লাশ উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৮ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫২মি.) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ব্রিজের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের এবং ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সোমবার ২৩ জুলাই দুপুর ১ টার দিকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ এবং আজ দুপুরের আগে এক নারীর লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা ও ফুলবাড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের তেলিগ্রাম এলাকার একটি ব্রিজের নিচে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রেরণ করে।
ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।এ ঘটনায় সোমবার বিকেলে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে আরও জানান তিনি।
অপরদিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে এক নারী(৩৫)’র লাশ উদ্ধারের কথা জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।
তিনি বলেন, সোমবার ২৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা এক নারীর লাশ পরে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ‘ধারণা করা হচ্ছে নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়েছে।’ পরে লাশ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে বলে জানান ওই কর্মকর্তা।





ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী
ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা অনুষ্ঠিত
অবশেষে হাতপাখা নিয়ে লড়বেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি শাহীন
মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ
ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১