বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » আওয়ামী লীগের ঐক্যের প্রস্তাব নির্বাচনী চমক : বাম জোট
আওয়ামী লীগের ঐক্যের প্রস্তাব নির্বাচনী চমক : বাম জোট
অনলাইন ডেস্ক :: (১৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২১মি.) আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঐক্যের আহবানের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছেন সিপিবিসহ বামজোটের নেতারা। তারা বলছেন, সব বড় দলের লোভ ও লুটের রাজনীতির কারণে, তাদের সাথে একপথে হাঁটা সম্ভব নয়।
বঙ্গবন্ধু ও ১৫ দলের সাথে বামদলগুলোর একসময় ঐক্য হলেও, সেই পরিস্থিতির সাথে এখনকার অবস্থা আকাশ-পাতাল পার্থক্য।
ক্ষমতাসীন সরকারের জোটে থাকা বাংলাদেশের সাম্যবাদী দলের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে মঙ্গলবার যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে আসন্ন নির্বাচন নিয়ে নানা বক্তব্যে সাথে অসাম্প্রদায়কিতার ভিত্তিকে বামদলগুলোর সাথে জোট তৈরিরও আহবান জানান ওবায়দুল কাদের।
টানা দশবছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, বিভিন্ন সময় প্রশ্নের মুখে পড়েছে নানা ইস্যুতে। গত কয়েকবছর রাষ্ট্রীয় ও সামজিক নানা বিষয়ে বাম সংগঠনগুলো স্বল্প ও দীর্ঘ মেয়াদি নানা কর্মসূচীও পালন করেছে সরকারের বিরুদ্ধে। কয়েকবার ঘটেছে পুলিশি আক্রমণের ঘটনাও।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আওয়ামী লীগের সাথে কমিউনিস্ট পার্টি জোটবদ্ধ হবে না এবং আওয়ামী লীগকে সরানোর জন্য বিএনপির সঙ্গেও জোটবদ্ধ হবে না। এই খেলা আমরা আগেও দেখেছি।’
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান বলে, ‘দুজনার দুটি পথ, দুটি দিকে আছে বেঁকে। আমরা একত্র হওয়ার সুযোগ আমি দেখিছিনা, যদি আওয়ামী লীগের একটা মৌলিক পরিবর্তন না আসে। সে পরিবর্তন আনতে হলে আওয়ামী লীগের ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে।’
গণতান্ত্রিক বাম জোটের কাছে আওয়ামী লীগের এ প্রস্তাব নির্বাচনী চমক।
বিএনপি কিংবা আওয়ামী লীগ জনগণের কথা না ভেবে যারা রাজনীতি করে তাদের কারো সাথেই আদর্শে মিল না থাকায় জোট হবে না বলে মত দিলের বাম নেতারা।
সূত্র : channel24





তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে