মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার
অনলাইন ডেস্ক :: জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার বিষয়টি দরজায় কড়া নাড়ছে। আগামী মাসের প্রথমদিকে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আর ঠিক এই সময় ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। যুক্তরাষ্ট্রে বসবাসরত মেয়ে আইরিন মাহবুবের সঙ্গে দেখা করতে এই সফরে যাচ্ছেন বলে জানা গেছে।
জানা যায়, এটি তার ব্যক্তিগত সফর। তিনি ২০ অক্টোবর যুক্তরাষ্ট্র গিয়ে ৩০ অক্টোবর পর্যন্ত অবস্থানের কথা রয়েছে। তার দেশে ফেরার সম্ভাব্য সময় ৩১ অক্টোবর।
কমিশন সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসের বাকি সময়ে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণ হবে। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ এমনটি জানিয়েছেন। এছাড়া সংসদ নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালাও এ সময় চূড়ান্ত হবে। তাছাড়া তফসিল ঘোষণার বিষয়টি অবহিত করতে এ মাসের ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে কমিশন।
যুক্তরাষ্ট্র সফরে গেলে এসব গুরুত্বপূর্ণ বিষয় মাহবুব তালুকদারের অনুপস্থিতিতে সম্পন্ন হবে।
প্রসঙ্গত কমিশনার মাহবুব তালুকদার সোমবারসহ দুই দফায় কমিশন সভায় নোট অব ডিসেন্ট দিয়ে ব্যাপক আলোচিত হয়েছেন। সূত্র: বাংলা ট্রিবিউন





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা