বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে পূজামন্ডপ পরিদর্শনে যতীন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়িতে পূজামন্ডপ পরিদর্শনে যতীন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪১মি.) উন্নয়ন ও শান্তির জন্য সম্প্রীতি বিকল্প নেই উল্লেখ করে সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সম্প্রীতির অপর প্রান্তে রয়েছে শান্তি। আর সে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
সনাতন ধর্মাবলমঈদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজার মহা অষ্টমীর দিন আজ বুধবার খাগড়াছড়ির গুইমারা,লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি, ধর্মের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে একে অপরকে সহযোগিতায় এগিয়ে আসতে অনুরোধ জানান।
যতীন্দ্র লাল ত্রিপুরা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আবারো নৌকা ভোট চেয়ে বলেন, প্রত্যেক ধর্ম আমাদের শান্তি পথ দেখায়। কিন্তু দুষ্ট চক্র সে শান্তি বিনষ্ট করতে সব সময় তৎপর। সকলকে ষড়যন্ত্রকারীতের প্রতিহত করে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে সরকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন।
পূজামন্ডপ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী,আ’লীগ নেতা আবুল কাশেম চেয়ারম্যান, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুরনবী, জেলা যুবলীগ নেতা বোরখান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা, পানছড়ি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, খাগড়াছড়ির ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার দেসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
পূজামন্ডপ পরিদর্শনকালে পথে পথে শত শত নেতাকর্মী দলীয় অভিভাবকদের বরণ করে ফুল দিয়ে বরণ ও মোটর সাইকেল বহর নিয়ে শোভাযাত্রা নিয়ে মন্ডপ পরিদর্শনে যুক্ত হয়। এসময় যতীন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম পুজা মন্ডপে আর্থিক সহায়তা ও প্রনামী প্রধান করেন।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী