শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি উপজেলায় নির্বাচনের জন্য আবেদন জমা দিলেন ১০ জন
পানছড়ি উপজেলায় নির্বাচনের জন্য আবেদন জমা দিলেন ১০ জন
পানছড়ি প্রতিনিধি :: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৬শে জানুয়ারী) দুপুর ১টায় দলীয় কার্যলয়ে এই সভা অনুষ্টিত হয়। সভা শেষে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছে ১০জন।
উপজেলা আ‘লীগের সভাপতি মো. বাহার মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক জয়নাথ দেব পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ উপজেলা আ‘লীগ, ইউপি আ‘লীগ এর সভাপতি- সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকগন।
উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আ‘লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ‘লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. এমরান হোসেন ও ইউপি আ‘লীগের নেতা আঃ সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক মিলন বিবি ও মোছাম্মৎ ছকিনা বেগম দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন এবং জমা দিয়েছেন।





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা