শুক্রবার ● ১৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » আমেরিকান নাগরিকদের পাকিস্থান থেকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন
আমেরিকান নাগরিকদের পাকিস্থান থেকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন
অনলাইন ডেস্ক :: গতকাল বৃহস্পতিবার পুলওয়ামায় ইসলামিক আতঙ্কবাদী হামলায় ভারতের ৪৪ জম সেনা জওয়ান বলিদানি হয়েছেন। পাকিস্থানের জঙ্গি সংগঠন জইশ-মহম্মদ স্থানীয় কাশ্মীরি মুসলিমের সহায়তায় এই হামলা সম্পন্ন করা হয়েছিল। ঘটনা নিয়ে পুরো দেশ উত্তপ্ত রয়েছে। সেকুলার, কট্টরপন্থী ও পাকপ্রেমী ছাড়া সকলেই এক সুরে বদলার জন্য আওয়াজ তুলেছে। আজ সকালে প্রধানমন্ত্রীর বাড়িতে উচ্চপর্যায়ের মিটিং ডাকা হয়েছিল যেখানে এনএসএ অজিত দোভাল, বিদেশমন্ত্রী, সুরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। মিটিং এই পর এমএফএন এর মর্যাদা পাকিস্থানের থেকে কেড়ে নেওয়া হয়েছে।
শুধু এই নয়, ভারত সরকার পাকিস্থান থেকে নিজেদের রাজদূতকে ডেকে নিয়েছে। দিল্লী থেকে পাকিস্থানের রাজদূতকে ভারত দেশ ছাড়াও জন্য আদেশও জারি করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও আরো একটা খবর সামনে আসছে যা পুরো বিশ্বকে চমকে দেওয়ার মতো।
আসলে আমেরিকা তাদের নাগরিকদের সাফ নির্দেশ দিয়েছে যে পাকিস্থানে যেন তাদের কোনো জনগণ না যায়। একইসাথে আমেরিকা এটাও নির্দেশ দিয়েছে- কোনো আমেরিকাবাসী যদি পাকিস্থানে আটকে থাকে তবে তারা যেন ফিরে আসে। ভারত কি পদক্ষেপ নিতে পারে তা নিয়ে বড় অনুমান করে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন যে আতঙ্কবাদীরা এবার বড় ভুল করে ফেলেছে, এই ভুলের ফল তাদের ভুগতে হবে। প্রধানমন্ত্রী এত বড় ইঙ্গিত দিয়েছেন এর অর্থ আমেরিকা বেশ ভালোমত বুঝতে পেরেছে। এর আগেও ভারতে উরি হামলা হয়েছিল কিন্তু সেই সময় ভারত এমএফএন বাতিল করেনি আর রাজদূতদের ডেকে নেয়নি। কিন্তু এবার সমস্থ ইঙ্গিত একটা বড় স্ট্রাইকের সংকেত দিচ্ছে। যার জন্য আমেরিকা তাদের নাগরিককে সাবধান করে দিয়েছে।
সমস্থ খবর সার্বজনিক করা যাচ্ছে না কিন্তু এটা নিশ্চিত যে ভারত একটা বড় স্ট্রাইক করতে চলেছে যা আমেরিকাও আন্দাজ করে নিয়েছে এবং নাগরিকদের পাকিস্থান থেকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। সূত্র : indiarag.com





অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ‘দ্য হিন্দু’কে ড. ইউনূস