শনিবার ● ২৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » কৃষি » চলনবিলের বিস্তির্ণ ফসলের মাঠ ইরি-বোরো ধানের সবুজের সমারোহ
চলনবিলের বিস্তির্ণ ফসলের মাঠ ইরি-বোরো ধানের সবুজের সমারোহ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: শষ্য শ্যামলা সবুজ বাংলার কৃষি ভান্ডার খ্যাত চলনবিলে চলতি ইরি বোরো মৌসুমের চাষা কৃত ধানের ক্ষেত এখন গাঢ় সবুজের মাঠে পরিনত হয়েছে। সম্প্রতি দিগন্ত জুড়ে নজর কাড়ছে বোরো ফসলর মাঠ। কৃষকরা ইতি মধ্যে ক্ষেত পরিচর্যা শেষ করে দ্বিতীয় ও তৃতীয় দফার সার কীটনাশক প্রয়োগ অব্যাহত রেখেছে।
চলনবিল এলাকার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের কৃষক আঃ হাই মাস্টার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আবহাওয়া অনুকুলে থাকলে বা কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে গত বছরের ন্যায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ইরি বোরো চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ২২হাজার ৫শ ৩০হেক্টর, এর মধ্যে হাইব্রিড,উফষী ও স্থানীয় জাতের ধান রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে কৃষকদের অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বোরো ক্ষেতে পার্সিং স্থাপন করাসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। চলনবিল এখন সবুজ সমারোহে প্রাকৃতিক অপরুপ শোভায় নয়নাভিরাম সৃগ্ধমনোরমদৃশ্য যা চোখে না দেখলে বিশ্বাস করা যাবেনা।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান