বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে মৃত্যুদন্ডের রায় পুনরায় বিবেচনার দাবীতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে মৃত্যুদন্ডের রায় পুনরায় বিবেচনার দাবীতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম ও হেলিম মাস্টারের মৃত্যুদন্ডের রায় পুনরায় বিবেচনা এবং মুক্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে হারুয়া বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৩ নভেম্বর সকালে উপজেলার বড়জোড়া গ্রামে পুকুরের জমি নিয়ে বিরোধের জের ধরে মরাজের মাকে এ্যালোপাতারি কুপিয়ে ও বেধরক পিটিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম ও হেলিমসহ একাধিক লোকজন।পরে একই দিন বিকেলে নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে ৩৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ২৯ জনের নামে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘদিন শুনানীর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত গত ১৭ এপ্রিল দুপুরে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতের বিচারক এহসানুল হক আবুল কাশেম ভূইয়া, হেলিম মাস্টারকে মৃত্যুদন্ড ও মোঃ খোকন মিয়া, আঃ আজিজকে তিন বছরের কারাদন্ড দিয়েছে। একই সাথে ৩ হাজার ও ৩০ হাজার করে অর্থদন্ডের রায় ঘোষনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা লাল মিয়া, উপজেলা আ’লীগের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদুল্লাহ ফরিদ, একরাম হোসেন বাচ্চু, সাদেকুল গণী রুমন, জেলা ছাত্রলীগ সদস্য আনোয়ার হোসেন ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ । মানব বন্ধন কর্মসুচিতে অংশগ্রহণকারী লোকমান চকদার জানান, ঘটনার দিন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার সামনেই আব্দুস সালাম তার মাকে পিটিয়ে আহত করে কাতরা দিয়ে ঘা দেওয়ার পর “তুই আমার ছেলে হয়ে আমাকেই মারলে”? এই কথা বলতে বলতে মরাজের মা অজ্ঞান হয়ে পড়ে। পরে তার ছেলেই আব্দুস সালাম বাদী হয়ে মামলা করায় কাসেম ভুঁইয়া কে পুলিশ গ্রেফতার করতে আসলে এলাকার মহিলারা পুলিশকে বাঁধা প্রদান করে। এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে সঠিক তদন্ত না করে ক্ষোভের বশবর্তী হয়ে চার্জশিট প্রদান করায় আজ কাশেম ও হেলিম ভুইয়ার এই পরিণতি। তিনি পুলিশের এ ধরনের চার্জশিটের নিন্দা জ্ঞাপন করেন।





পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক