বুধবার ● ১ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » দেশব্যাপী মহান মে দিবস পালিত
দেশব্যাপী মহান মে দিবস পালিত
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যান মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি র্যালী উপজেলা চত্তর ঘুরে আবারোও উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। অপর দিকে জাতীয় শ্রমিকলীগ উপজেলা কমিটির উদ্যেগে দলীয় কার্যলয় থেকে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে র্যালীতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের উপদেষ্টা শুনিল সাহা মহন্ত, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক মো. নাছির, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মতিউর রহমান (মতি), মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মনিরুজ্জামান, যুবলীগ নেতা মো. শফিকুল আলম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা কমিটির সভাপতি মো. হারুন-অর-রশিদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. জহিরুল আমিন রুবেল প্রমূখ।
এছাড়া পানছড়ি কাঠ লোড-আনলোড শ্রমিক সমবায় সমিতি লিঃ এর উদ্যেগে সংগঠনটির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার নেতৃত্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নিকট স্বারকলিপি প্রদান করেন।
চট্টগ্রাম থাই এন্ড এস এস ঠিকাদার সমিতির মহান মে দিবস পালিত
চট্টগ্রাম :: সভ্যতা গড়েছি আমি শ্রমে আর ঘামে, সভ্যতার পাঁজর বুনেছি আমি আমার নামে, হে পৃথিবী শোন,পানির দামে বেঁচেছি আমি শরীরের সব নুন, আমি সেই নিঃস্ব হতভাগ্য শ্রমিক, আমি চাই পৃথিবী আমার ঘামের মূল্য দিক-এরই লক্ষ্যে চট্টগ্রাম থাই এন্ড এস এস ঠিকাদার সমিতি ১লা মে মহান শ্রমিক দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় নগরীর বহদ্দারহাট চত্বর হতে এক র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুলকবহর মোড়ে এসে শেষ হয়। র্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা মোজাম্মেল হক রুবেলের সঞ্চালনায় ও আর কে রুমেলের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমানে শ্রমিকরা নিষ্পেষিত নির্যাতিত। যাদের শ্রমে আর ঘামে তিল তিল করে ঘরে উঠেছে সভ্যতার ভিত্তি, উন্নতির সিঁড়ি। সেই শ্রমিকদের অবহেলা করে উন্নতির ভীত রচনা করা কোনভাবেই সম্ভব নয়। তাই দেশকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে হলে বিশ্বের কাছে সম্মানজনক স্থান পাওয়ার জন্য শ্রমিকদের শতভাগ মুল্যায়নের কোন বিকল্প নেই। এতে বক্তব্য রাখেন নুরনবী লিটন, মো. আলাউদ্দিন, বিশ্বজিত দাশ, রেজাউল করিম শাহীন, মো. সাঈদ, মো. জসিম, আলী আজম রোকন ও মো. হেলাল।
গাবতলীতে মে দিবস পালিত
বগুড়া প্রতিনিধি :: মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার বগুড়ার গাবতলী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩১৪০) উদ্যোগে কাগইল বন্দরে প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কাগইল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন। সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি হারুন অর রশিদ বাবু সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন থানা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান পাশা, শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, সহ সাঃ সম্পাদক বিপুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কোষাধক্ষ্য মোয়াজ্জিম হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ধর্মীয় সম্পাদক সাইদী নুর আকন্দ, সংগঠনের নেতা সিরাজুল, সুজন, কাগইল ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সজিব আহম্মেদ, যুগ্ম সম্পাদক খোকন আহম্মেদ, যুবলীগের গুপ্ত, জাহাঙ্গীর, হিরু, রকি, ছাত্রলীগের সুজন, আজিজ ও ইমরান প্রমূখ। আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালীতে সার্বিক সহযোগিতায় ছিলেন মেসার্স অর্থী এন্টারপ্রাইজের প্রোঃ আজিজুল হক স্বপন ও মেসার্স আর রাহ্মান ট্রেডাসের প্রোঃ মাশকুরুল আলম তারিক হাসান।
“ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা” শ্রমিকদের মহান মে দিবস পালন
ঝিনাইদহ :: ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে “ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা” শ্রমিকদের র্যালী, আলোচনা সভা ও মহান মে দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরা শ্রমিকদের আয়োজনে বুধবার (১লা মে) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ জেলা হোটেল শ্রমিক রেস্তরার চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন এলাকার অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। শ্রি স্বপন কুন্ডুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জসিম মোল্লার পরিচালনায় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, মুজিব চত্ত্বরের ইসলামী হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন, সভাপতি শ্রি স্বপন কুন্ডু, সাধারন সম্পাদক জসিম মোল্লা, সাবেক সভাপতি মোঃ ইসলাম, কার্যকরী সভাপতি টুটুল বিশ্বাস, সহকারী সাধারন সম্পাদক সাইফুল, বাবলু মিয়া ও মোস্ত মোল্লা প্রমুখ। এ সময় বক্তারা, শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান, প্রশ্ন উত্তর ও তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সামনে দিতে এগিয়ে নেওয়ার আশা ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে প্রায় চার শত কার্যকরী সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে ও অনুষ্ঠান শেষে কার্যকরী সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী