শনিবার ● ১৮ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে জ্বীন ও আধ্যাত্মিক চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ভন্ড আটক
রাউজানে জ্বীন ও আধ্যাত্মিক চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ভন্ড আটক
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: প্রায় ১০ বছর ধরে জ্বীন ও আধ্যাত্মিক চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন ভন্ড কবিরাজ টিটু বড়ুয়া। তিনি রাউজানের পাহাড়তলী এলাকায় মহামুনি এলাকায় বসে চিকিৎসার নামে প্রতারণা শুরু করেন। তার এসব চিকিৎসার নামে অদ্ভুত সব জ্বীন, পরী, ও ভূতের ধরেছে এমন রোগীকে ঝাড়ফুঁক করে ভূয়া সেবা দিতেন। এছাড়াও ভন্ড জ্বীনের সাধক সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেন। গত (১৭-মে) রাত সাড়ে ৯ টার সময় পুলিশ ও স্থানীয় লোকজন এই ভন্ড বৈদ্যেও চিকিৎসাসেবা দেওয়া ঘরে অভিযান চালান। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, তার বাড়ি হচ্ছে হাতিয়া তিনি গত ৩৫ বছর যাবত এই এলাকায় বসবাস করেন । তিনি দুটি বিয়ে করেছেন একটি বড়ুয়া আরেক একটি মুসলিম। সেই এলাকার লোকজনকে চিকিৎসার নামে প্রতারণা করে প্রতিদিন বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এতে অসহায় মানুষ না বুঝে ভূয়া চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তিনি ভূয়া একজন কবিরাজ মানুষকে টকিয়ে তাবিজ কবোজের মাধ্যমে এসব ভূয়া সেবা দনে। মত শত নরী’কে বোকা বানিয়ে এসব কাজ ও টাকা হাতিয়ে নেন। চুয়েট পুলিশ ফাড়ীঁ এসআই ইমতিয়াজ বলেন, এতদিন প্রমাসন ও সংবাদ মাধ্যমের চোখ ফাঁকি দিয়ে নির্বিঘ্নে ভূয়া ব্যবসা চালিয়ে আসলেও কবিরাজ টিটু বড়–য়া । কিন্তু বেশকিছু ভুক্তভোগীদেও মারফতে বেরিয়ে আসেন সাধারণ মানুষের সাথে প্রতারণার খবর। এটা আমরা জানতে পারলে স্থানীয়রা সহ তাকে আটক করা হয়। ভন্ড কবিরাজ টিটু বড়ুয়া নিজেও শিকার করেন তার সকল ভন্ডামির কথা, এসব কাজ হচ্ছে মানুষের সাথে প্রতরণা করা।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন