সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদ ভুমিকা রেখে যাচ্ছে : কাজী ওহাব
অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদ ভুমিকা রেখে যাচ্ছে : কাজী ওহাব
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আব্দুল ওহাব রাউজানের সালামত উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ ও ফকিরতাকিয়া হযরত গফুর আলী বোস্তামী(রাঃ) মাজার মসজিদের অজুখানা নির্মাণে জেলা পরিষদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে। আজ সোমবার রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে এই অনুদানের চেক প্রদান করেন জেলা পরিষদের প্যানেল মেয়ারম্যান কাজী আব্দুল ওহাব। চেক দুটি গ্রহন করেন প্রতিষ্ঠান দুটির পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন পারভেজ ও সাইফুল ইসলাম চৌধুরী রানা।
এসময় উপস্থিত ছিলেন নুরুল আবসার মিয়া, আওয়ামীলীগ নেতা বশির উদ্দিন খান, ভুপেষ বড়ুয়া, নজরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম শাহজাহান, নাইম উদ্দিন চৌধুরী, শাহ আলম চৌধুরী, জাফর আহমদ, ইরফান আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আজিজুল হক কোম্পানী, শোয়েব-এ খান, দুলাল বড়ুয়া, জসিম উদ্দিন চৌধুরী. আহসান হাবিব চৌধুরী, শফিউল আলম ও তপন দে প্রমূখ।
শোক দিবসের প্রস্তুতি সভায় বাবুল চৌধুরী
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: রাউজান উপজেলা পরিষদের আয়োজনে ১৫ আগস্ট জাতির জনকের শাহাদৎ বার্ষিকী পালনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদের অডিটরিয়ামে এই সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব এহেছানুল হায়দর চৌধুরী। তিনি বলেছেন রাউজানের প্রতিটি মসজিদের ঈমাম, মন্দিরের পুরোহিত, কেয়াং এর ভান্তে স্ব স্ব প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করে জাতির জনকসহ ১৫ আগস্টের শহীদদের জন্য প্রার্থনার আয়োজন করে নিজেদের হক আদায় করতে হবে। এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বক্তব্য রাখেন এসি ল্যা- এহেছান মুরাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ একেএম আবদুর রশীদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন চৌধুরী,মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী,সুনীল চক্রবর্তী, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, শফিকুল ইসলাম ও তসলিম উদ্দিন চৌধুরী প্রমূখ





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত