শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মহিলা আ’লীগের আলোচনা সভা
গাইবান্ধায় মহিলা আ’লীগের আলোচনা সভা
গাইবান্ধা প্রতিনিধি :: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাহমুদা পারুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সভায় গাইবান্ধা জেলা আ’লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামসুল আলম হীরু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, যুগ্ম সম্পাদক রনজিৎ বক্সী সূর্য্যসহ সাইফুল আলম সাকা প্রমুখ।
গাইবান্ধায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
গাইবান্ধা :: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথের বাজার গ্রামে গতকাল শুক্রবার রাত ২টায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গোলাম ফারুক খোকন (৫২) নামে একজন নিহত ও তার স্ত্রী জুঁই বেগম মারাত্মকভাবে দগ্ধ হয়। নিহত গোলাম ফারুক সৈয়দ মতিয়ার রহমানের ছেলে এবং ওই এলাকার ওয়ার্ড সদস্য মিন্টু মিয়ার বড় ভাই।
জানা গেছে, যে ঘরে সিলিন্ডারটি ছিল সেই ঘরে মশার কয়েল জ্বালানো হয়। এই কয়েলের আগুনে সিলিন্ডারের সাথে গ্যাসের চুলার সংযোগ রক্ষাকারি পাইপটি ফুঁটো হয়ে গ্যাস লিগ করতে থাকে। এমতাবস্থায় গোলাম ফারুক গ্যাসের পাইপ লাইনটি কেটে দিলে সরাসরি গ্যাসের সিলিন্ডারটিতে আগুন ধরে যায় এবং বিস্ফোরিত হয়। এতে গোলাম ফারুক ও তার স্ত্রী জুঁই বেগম মারাত্মকভাবে দগ্ধ হয়। দু’জনকে সাথে সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গোলাম ফারুকের মৃত্যু হয়। তার স্ত্রী জুঁই বেগমের আরও আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ