বুধবার ● ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » জাতীয় যুব-কিশোর নাট্য উৎসবে কাব্য বিলাস মঞ্চায়ন করবে ‘কপাল’
জাতীয় যুব-কিশোর নাট্য উৎসবে কাব্য বিলাস মঞ্চায়ন করবে ‘কপাল’
জাতীয় যুব-কিশোর নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী মঞ্চায়ন করবে ‘কপাল’।
চলতি মাসের ২০ থেকে ২৭ সেপ্টেম্বর জাতীয় নাট্য শালায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের বৃহত্তম যুব-কিশোর নাট্য উৎসব।
দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠী উৎসবে নদী ভাঙ্গা মানুষের জীবনের প্রতিচ্ছবি নিয়ে মঞ্চায়ন করবে রাহুল রাজের রচনা ও নির্দেশনায় নাটক ‘কপাল’।
নদী ভাঙ্গা মানুষের দুখ কষ্ট সবার সমানে বাস্তব ভাবে তুলে ধরতে রাজধানীর কাওলার নিজস্ব মহড়া কক্ষে দলের সবাই বর্তমানে ব্যস্ত সময় পার করছে।
গত বছর কোলকাতায় আন্তর্জাতিক নাট্য উৎসবে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী কপাল নাটকটি মঞ্চায়ন করে ব্যপক সুনাম ও প্রসংশা কুড়িয়েছিল।
দলের পক্ষে মেহেদী হাসান জানান, কাব্য বিলাস নাট্য গোষ্ঠী সব সময় ব্যাতিক্রম নাটক দর্শকদের সামনে প্রদর্শন করে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। অভিনয়ের সাথে পোশাক ও আলোকসজ্জার উপর বিশেষ ভাবে আমরা কাজ করছি। নাটকের প্রতিটি চরিত্র বেশ চ্যালেঞ্জিং। আশারাখছি সবার অভিনয়ে দর্শকদের মন ছুঁয়ে যাবে।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৫ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।





তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনে অভিনন্দন
রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে