বৃহস্পতিবার ● ৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » গুনীজন » সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল আর নেই
সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল আর নেই
চট্টগ্রাম-৮ আসনের তিন বারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিক নেতা মঈন উদ্দীন খান বাদল আর নেই (ইন্না লিল্লাহি…… রাজিউন)।
আজ বৃহস্পতিবার ৭ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ভারতের বেঙ্গলুরের নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সংসদ সদস্য বাদলের ছোট ভাই মনির খান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, দুই বছর আগে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে গুরুতর অসুস্থ ছিলেন বাদল। হার্টেরও সমস্যা ছিল। দুই সপ্তাহ আগে নিয়মিত চেকআপের জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বাদলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামে। তার বয়স হয়েছিল ৬৭ বছর। স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছে মঈনউদ্দিন খান বাদলের।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি ছিলেন বাদল। চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম এ তার ফেইজবুক পেইজে এক স্ট্যাটাসে বলেন, চট্টগ্রাম-৮ আসনের তিন বারের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিক নেতা মঈন উদ্দীন খান বাদল আর নেই। এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথে আমাদের অনেক স্মৃতি। অসাধারণ বাগ্মী ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যূত্থান সহ দেশের অনেক গুরুত্বপূর্ণ বা্ঁকের অন্যতম কুশীলব এই জাসদ নেতার প্রয়াণে গভীর শোক জানাই। তার সংগ্রামী দিনের স্মৃতির প্রতি অপার শ্রদ্ধা জ্ঞাপন করেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু