সোমবার ● ১৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » নতুন সড়ক আইন সংশোধনের দাবীতে ঝিনাইদহের সকল রুটে বাস চলাচল বন্ধ
নতুন সড়ক আইন সংশোধনের দাবীতে ঝিনাইদহের সকল রুটে বাস চলাচল বন্ধ
ঝিনাইদহ প্রতিনিধি :: নতুন সড়ক আইন সংশোধনের দাবীতে ঝিনাইদহের স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে ঝিনাইদহ-যশোর, ঝিনাইদহ-কুষ্টিয়া, মাগুরা ও চুয়াডাঙ্গার অভ্যন্তরীন রুটে বাস চলাচল বন্ধ রেখেছে তারা। এতে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। বাস না পেয়ে অনেকে ইজিবাইক ও মহাসড়কে চলাচলে নিষিদ্ধ ৩ চাকার যানবাহনে চলাচল করছে। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না চাকুরীজীবিরা। ঝিনাইদহ থেকে যশোরগামী রবিউল ইসলাম নামের এক যাত্রী বলেন, সকালে ভিসার আবেদন করার জন্য আমাকে যশোর যেতে হবে। সকাল থেকে প্রায় ২ ঘন্টা বসে আসি তবুও বাস পাচ্ছি না। রাশেদ নামের আরেক যাত্রী বলেন, সরকার একটি আইন করেছে। আর বাস মালিক ও শ্রমিকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে বসে আছে। এতে ভোগান্তীতে আমাদের পড়তে হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মহলের এ বিষয়ে প্রদক্ষেপ নেওয়া উচিত। এদিকে চালকরা বলছেন, নতুন যে আইন করা হয়েছে তাতে আমাদের মত চালকরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। দুর্ঘটনা তো দুর্ঘটনায়। কেউ তো ইচ্ছা করে দুর্ঘটনা ঘটে না। আমাদের যদি ৫ লাখ টাকাই থাকবে তাহলে আমরা গাড়ি চালাতাম না। দ্রুত এই আইন সংশোধেনর দাবী জানান তিনি। স্থানীয় সকল রুটে বাস চলাচল বন্ধ থাকলেও ঢাকাসহ দুরপাল্লার বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহণ চলাচল করতে দেখা গেছে।
হরিণাকুন্ডুতে ৯ মামলার আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে বাদশা হোসেন নামের পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক নেতা নিহত হয়েছে। সোমবার রাত ২ টার দিকে উপজেলার তেতুলিয়া ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। সে একই উপজেলার জোড়াপুকুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, হরিনাকুন্ডু থানা পুলিশের একটি টহল দল তেতুুলিয়া এলাকায় টহলের জন্য যায়। সেখানে পৌছালে সন্ত্রাসীরা পুলিশের গাড়ী লক্ষ্য করে বেশ কয়কে রাউন্ড গুলি ছোড়ে। আতœরর্ক্ষাথে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিটি গুলি বিনিমিয় হয়। শেষে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেেক গুলবিদ্ধি এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে। নিহতের নামে হরিণাকুন্ডুসহ বিভিন্ন থানায় ১০ টির অধিক মামলা রয়েছে।
ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ :: ঝিনাইদহে ১০ শ্রেণীর ছাত্র সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে গ্রামবাসী। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে সিফাতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী অংশ নেয়। এসময় সিফাতের পিতা মনোয়ার মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামীদের গ্রেফতারের দাবী জানান। সেই সাথে জড়িতদের ফাঁসির দাবী জানান। শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত। এসময় কিছু দুবৃর্ত্ত তাদের উপর হামলা করে ছুরিকঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ফরিদপুর নেওয়ার পথে মারা যায়।
পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির প্রতিবাদ সমাবেশ
ঝিনাইদহ :: পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যে বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকালে দলটির জেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এসময় ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, বিএনপি নেতা এ কে এম ওয়াজেদ, আতিয়ার রহমান, আবুল হোসেন, আবু তালেব, শহিদ বিশ্বাস, আশরাফুল ইসলা পিন্টু, হুমায়ন কবির ফিরোজ, আসিফ ইকবাল মাখন, জিয়াউল ইসলাম ফিরোজ, আরিফুল ইসলাম আনন প্রমুখ। এসময় বক্তারা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যের লাগামহীন উর্দ্ধগতিতে সরকারের ব্যর্থতা উল্লেখ করে বলেন, ভোটবিহীন সরকার আজ দেশের সিন্ডিকেট প্রতিরোধে ব্যার্থ। এ সমস্যা দ্রুত সমাধানের সরকারের হস্তক্ষেপ করার দাবী জানান। সেই সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিদাবী করেন।
মহেশপুরে অস্ত্র ও গুলিসহ ডাকাত আটক
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সাড়াতলা মাঠ থেকে অস্ত্র ও গুলিসহ বিল্লাল হোসেন (৩৩) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেন ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাড়াতলা মাঠ এলাকায় ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিল্লাল হোসেকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরীর ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি। বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি করে আসছিল বলেও জানান ওসি।
ঝিনাইদহে আলোচিত স্কুলছাত্র সিফাত হত্যা মামলায় ২ জন গ্রেফতার
ঝিনাইদহ :: ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-মামলার প্রধান আসামী শহরের কালিকাপুর এলাকার আব্দুল গফুরের ছেলে লিয়ন হোসেন (১৮) ও ২য় আসামী একই এলাকার মৃত রফিউদ্দিনের ছেলে সুমন হোসেন (১৮)। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, সিফাত হত্যা মামলার প্রধান আসামী লিয়ন ও দ্বিতীয় আসামী সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ণমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত। এসময় পুর্ব শত্রুতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও ২ জন সিফাতের বন্ধু মাহির উপর হামলা চালায়। এসময় সিফাত তাদের বাঁধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ওইদিন নিহতের পিতা মনোয়ার মিয়া বাদী হয়ে লিওন ও সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন