রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ভিপি নুরের বাবা
আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ভিপি নুরের বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বাবা ইদ্রিস হাওলাদার বলেছেন, আমরা কি বাংলাদেশের নাগরিক না ? আমাদের উপর কেন এই অনধিকার চর্চা করা হয় ? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সঠিক বিচার চাই। যাতে করে বাংলার মাটিতে এরকম অমা’নবিক ঘটনা আর না ঘটে। আজ রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নুরের বাবা বলেন, আমার ছেলে বাংলাদেশের নাগরিক তার নাগরিক অধিকার আছে এবং সেই সুবাদে সে ভিপি হয়েছে। বারবার কেন তার উপরে এই নি’পীড়ন-নি’র্যাতন হয় ? পাঁচ-ছয় দিন আগেও তার উপর নি’র্যাতন হয়েছে। আজকে তারপর তিনবার হা’মলা করা হয়েছে। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তিনি বলেন, ডাকসুর ভিপি বাংলাদেশের ছাত্রসমাজের কাছে একটি গুরু’ত্বপূর্ণ পদ।
তার উপরে বারবার কেন এধরনের অত’র্কিত হাম’লা হবে? আমি বিনয়ের সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, তিনি যেন এর সঠিক বিচার করেন। উল্লেখ্য, আজ রোববার দুপুরে ডাকসু ভবনের নিজকক্ষে নুরের ওপর হা’মলা চালিয়ে তাকে মারা’ত্মক আ’হত করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযু’দ্ধ মঞ্চের একাংশের নেতা–কর্মীরা। এ সময় নুরের সাথে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্র আ’হত হয়েছেন।
ঘটনার প্রায় ৪৫ মিনিট পর নুরসহ আ’হত ছাত্রদের ডাকসু ভবন থেকে উ’দ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ’র্তি করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। এর আগে ১৭ ডিসেম্বর নুরের ওপর হা’মলা চালিয়ে তার দুই আঙুল ভে’ঙে দেয় মুক্তিযু’দ্ধ মঞ্চের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভা’স্কর্যের পাদদেশে ওইদিনের হা’মলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ১০ জন আ’হত হন।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না