শুক্রবার ● ৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত
আজ শুক্রবার ৩ জানুয়ারি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে চট্টগ্রামের ১২০ জন স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ২য় যুব রেডক্রিসেন্ট প্রতিনিধি কর্মশালা-২০২০, চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা যুব কার্যালয়ে দুপুর-বিকাল পর্যন্ত আয়োজিত কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট,চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে।
কর্মশালায় বিভিন্ন সেশনের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি কার্যক্রমকে পরিচালনার করার নানা দিক আলোচনা করা হয়। কর্মশালায় নেতৃত্ব গুণাবলী এবং সরকারী প্রজ্ঞাপন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম যুব প্রধান ইসমাইল হক চৌধুরী ফয়সাল। রেড ক্রিসেন্ট প্রতিনিধি কি? প্রতিনিধি কার্যক্রম এবং প্রতিনিধির গুরুত্ব ও প্রতিবেদন এবং আবেদনপত্র তৈরী, পোশাক-পরিধান, রীতি-নীতি, অঙ্গ-ভঙ্গিমা ও ব্যবহার বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান রাজীব দে, রেড ক্রস, রেড ক্রিসেন্ট উদ্ধুদ্ধকরণ ও অনুষ্ঠানের ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান আর্সেল আজিম মোহন ও মুক্তদল সদস্য শতাব্দী মজুমদার, স্কুল-কলেজ যোগাযোগ এবং সমন্বয় বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ক্রীড়া ও প্রকাশনা বিভাগীয় প্রধান মোঃ মঈনুল ইসলাম, দল গঠনের পদ্ধতি এবং বিভাগীয় কার্যক্রমের উপস্থাপনা বিষয়ের উপর সেশন পরিচালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান আবু নাঈম তামজীদ।
এছাড়াও এ কর্মশালায় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান আমিনুল হক তারেক, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ-প্রধান তৌহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিভাগীয় উপ-প্রধান কৃষ্ণ দাশ, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান অর্পিতা দাশ ও হাসনা কামাল কলি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটেরআওতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যক্রমের পরিচালিত হচ্ছে জেলা ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩৬৭টিশিক্ষা প্রতিষ্ঠানে ও সিটি ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে। সংবাদ বিজ্ঞপ্তি ।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন