শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বোয়ালখালীতে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব
বোয়ালখালীতে আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব
চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই চেয়ারম্যানের হোরারবাগ গ্রামের বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শ্যুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম, একটি ওয়ান শ্যুটার গান ও দুটি বুলেটও পাওয়া গেছে। তবে এ সময় সেখানে চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই চেয়ারম্যানের হোরারবাগ গ্রামের বাড়িতে অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে পিস্তল, ওয়ান শ্যুটার গান তৈরির বেশকিছু সরঞ্জাম, একটি ওয়ান শ্যুটার গান ও দুটি বুলেটও পাওয়া গেছে। তবে এ সময় সেখানে চেয়ারম্যান এবং তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে র্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সীমানার দেওয়াল দিয়ে ঘেরা চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়ির ভেতরে বাঁশের তৈরি একটি ঘরে অস্ত্রের কারখানা পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি। তারা অস্ত্র কারখানার সঙ্গে সম্পৃক্ত কি না সেটা তদন্ত করব।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘চেয়ারম্যান বাড়ির সীমানা দেওয়ালের মধ্যে অস্ত্র কারখানার সন্ধান পেলেও এতে চেয়ারম্যানের সম্পৃক্ততা আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালিয়েছি।’
তারেক আজিজ আরও বলেন, ‘অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা হচ্ছে। তদন্তে চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেলে অভিযোগপত্রে তাকেও আসামি করা হবে।’





মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে বাসের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
ফেনী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবি
রাউজানে ৬ হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
চুয়েট ও সিএনআরডি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর