শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » কুষ্টিয়া » বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ৫২ এর ভাষা সৈনিকদের স্বরণ করলেন গোটা জাতি
বিনম্র শ্রদ্ধার মধ্যে দিয়ে ৫২ এর ভাষা সৈনিকদের স্বরণ করলেন গোটা জাতি
ষ্টাফ রিপোর্টার :: একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে শহীদ মিনারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য এবং দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় শহীদ মিনার প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্যগণ, কূটনীতিক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পরই ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
এরপর সেনা প্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধানরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
![]()
রাঙামাটিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে স্থানীয় প্রশাসন
রাঙামাটি :: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০’ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাঙামাটি পার্বত্য জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদর চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবীর প্রমুখ। এসময় মঞ্চে করুণ সুরে বেজে উঠে সেই কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…।’
![]()
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রাবিপ্রবি
রাঙামাটি :: একুশে ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল সাড়ে ৭টায় আবাসিক হল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে শিক্ষার্থীদের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
![]()
রাঙামাটিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
রাঙামাটি :: আজ ২১ ফেব্রয়ারি-২০১৯ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরীর মধ্যে দিয়ে ভোর সাড়ে ছয়টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা ভাষার জন্য আত্মদানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন “বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি” রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম (ভারপ্রাপ্ত), সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, আব্দুল হালিম, ছাত্র সংহতির প্রনব চাকমা, রিকোল তঞ্চঙ্গ্যা, অর্নব চাকমা, যুব সংহতির মো. আলি, জমির হোসেন,আতো মারমা, টিসা চাকমা ও চম্পা চাকমাসহ যুব সংহতি, নারী সংহতি, ছাত্র সংহতি ও ক্ষেত মজুর গণ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ^রগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রেসক্লাব। শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে প্রভাতফেরীতে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেয়। প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও মো: জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, এসিল্যান্ড সাঈদা পারভীন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, কবি সোহরাব পাশা, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদির ভূইয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।
![]()
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো কুষ্টিয়া বিএনএফ
কুষ্টিয়া প্রতিনিধি :: আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো কুষ্টিয়া ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ । বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট বিএনএফ’এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধ এস,এম আবুল কালাম আজাদ মহোদয়ের নির্দেশে কুষ্টিয়াতে র্যা লী শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কুষ্টিয়া বিএনএফ’র ভারপ্রাপ্ত সভাপতি মো:মোশারফ হোসেন হুজুর, কুষ্টিয়া বিএনএফ’র চীফ কো-অডিনেটর বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম স্বপন, কুষ্টিয়া বিএনএফ’র সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আসাদুল হক হবু প্রমুখ। পুষ্পস্তবক অর্পন শেষে ভাষা শহীদ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করে দোয়া করা হয় ।
![]()
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ
সিলেট প্রতিনিধি :: আজ শুক্রবার ২১ ফেব্রুয়ারী একুশের ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে অংশগ্রহন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সহ সভাপতি আশফাক আহমদ, হুমায়ুনল ইসলাম কামাল, এড. মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, মোস্তাক আহমদ পলাশ, রনজিত সরকার, আরমান আহমদ শিপলু প্রমুখ।
এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে মহানগর আওয়ামীলীগের শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ। এর আগে একুশের ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সাবেক সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাউর, এটিএম হাসান জেবুল,তপন মিত্র প্রমূখ।
![]()
ভাষা দিবসে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো শিক্ষার্থীর ঢল
মাটিরাঙ্গা প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে হাতে হাতে ফুল নিয়ে মাটিরাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে হাজারো শিক্ষার্থীর। ভোরের সুর্য ওঠার সাথে সাথেই ফুল হাতে আসা শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। ৫২‘র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে নিয়ে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। এর পরপরই মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্যদের নিয়ে ‘প্রভাত ফেরী’ করেন মাটিরাঙ্গা উপজেলার প্রধান সড়কে।
পরে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা দিবস, ভাষা আন্দোলন আর ভাষার মাস নিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ববি, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা স্বাগত বক্তব্য রাখেন।
একুশের চেতনাকে ধারণ ও লালন করে দেশকে ভালোবাসার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ৫২‘র ভাষা আন্দোলনের পথ ধরেই শুরু হয় বাঙ্গালীর স্বাধীকার আন্দোলন। যার মধ্য দিয়ে একাত্তরে ৯ মাস যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো: মোহতাসিম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান, মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুল মালেক ও মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো: আবু বকর ছিদ্দিক প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
![]()
রাউজানে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
রাউজান প্রতিনিধি :: আজ ২১ ফেব্রয়ারি-২০২০ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় ও বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। ভোর সাড়ে ছয়টায় বিনাজুরী কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা ভাষার জন্য আত্মদানকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন ৬ নং বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান ও বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সুকুমার বড়ুয়া, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন বড়য়া, মোঃ সরোয়ার সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। ৬ নং বিনাজুরী ইউনিয়ন চেয়ারম্যান সুকুমার বড়ুয়া ও স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এরপর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আবু ছৈয়দ আলমগীর, সহ-সভাপতি রবীন্দ্র লাল চৌধুরী, বিনাজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পল্টন দেব, বিনাজুরী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মানিক বিকাশ বড়ুয়া প্রমুখ সহ স্থানীয় নেতৃবৃন্দ বিনাজুরী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
![]()
যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন
বিশ্বনাথ প্রতিনিধি :: গভীর শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১মিনিটে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, কামরুল ইসলাম রেজা স্মৃতি পাঠাগার, বিয়াম ল্যাবরেটরী স্কুল, ব্যুরো বাংলাদেশ, ফারিয়া বিশ্বনাথ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোট ও অঙ্গ-সহযোগী সংগঠন, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখা, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, আনরপুর-বিশঘর যুব উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবন সমুহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগেসহ অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। সকাল সাড়ে ৯টায় বিআরডিবি মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। একাডেমিক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক প্রমুখ।
আলোচনা সভার পর সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা বিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে (মসজিদ-মন্দির-গির্জা) ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। সন্ধ্যা ৬ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সেবীধর্মী প্রতিষ্ঠানের স্ব-স্ব উদ্যোগে নানান আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথ আ’লীগের শ্রদ্ধাঞ্জলি
বিশ্বনাথ :: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নির্বাহী সদস্য নিজাম উদ্দিন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, যুগ্ম সম্পাদক মারফত আলী, সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী সম্পাদক আজাদ মিয়া, সাবেক কার্যকরী সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, যুবলীগ নেতা আবদুল হক, জাবেদ মিয়া, রুহেল খান, কামরুজ্জামান সেবুল, সায়েদ মিয়া, মুহিবুর রহমান সুইট, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাসুম, কাওছার আহমদ, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, হিমেল আহমদ, আবিদুর রহমান, জাকির আহমদ, কয়েছ আহমদ প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বনাথ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
বিশ্বনাথ :: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে সিলেটের বিশ্বনাথে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বিশ্বনাথ প্রেস ক্লাব নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য মো. আবুল কাশেম।
![]()
নবীগঞ্জে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী বলেন,রাষ্ট্রভাষা বাংলাকে প্রতিষ্টা করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানী সরকারের অধীনে কারাবরন করেছিলেন। কিন্তু মাথানত করেন নাই। আজ তারই সুযোগ্য উত্তরসুরী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোলমডেল। মুজিববর্ষ উপলক্ষ্যে দেশে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় নবীগঞ্জ বাহুবলের শিক্ষা,শিল্পসহ বিভিন্ন স্তরে উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাব। তিনি আজ শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃ ভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভা কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল এর সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভুমি সুমাইয়া মুমিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,উপজেলা জাসদের সভাপতি মোঃ আব্দুর রউফ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায় লোকমান আহমদ খান,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম।কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,পৌসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ডিজিএম আলীবর্দী খান সুজন,প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাহেলা খানম,সাধারন সম্পাদক বিপুল চন্দ্র দেব, প্রধান শিক্ষক আমজাদ মিলন,পৌর কাউস্নিলর প্রানেশ চন্দ্র দেব,ফারজানা আক্তার পারুল, প্রধান শিক্ষক প্রজেশ রায়,শাহিনুর আক্তার পান্না,মতিতোষ দাশ, রুবেনা বেগম, আওয়ামীলীগ নেতা অমলেন্দু সুত্রধর,আব্দুল হাকিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল,পরিবার পরিকল্পনা অফিসার শাহাদাত হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানের কোরআন তেলওয়াত করেন ,আব্দুল করিম, গীতা পাঠ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল। অনুষ্টানে চিত্রাকংনন প্রতিযোগীতা ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় নবীগঞ্জ জে,কে সরকারী স্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন এবং মন্দিরে বিশেষ প্রার্থনা ও মসজিদে মোনাজাত করা হয়।
নবীগঞ্জে মার্তৃভাষার জন্য নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা
নবীগঞ্জ :: অমর একুশে ফ্রেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তার্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯৫২ সালের ২১শে ফ্রেব্রুয়ারীতে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় গোবিন্দ জিউড় আখড়ায় প্রার্থনা উপ কমিটির উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভা ও শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রার্থনা উপ কমিটির সদস্যসচিব ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সার্বিক তত্ত্ববধানে এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দ জিউড় আখড়ার কুঞ্জমনি বৈষ্ণবী,নিরঞ্জন দাশ, রাজেন্দ্র দত্ত রায়,নিবারন দত্ত, কানাই লাল দাশ,বিষ্ণু আচার্য্য,বাবলু দাশসহ অন্যান্য ভক্তবৃন্দ।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী