বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত-১
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। আজ বৃহস্পবিার বিকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের মাস্টার বাড়ীর এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়াও এই ঘটনায় আরোও একজন আহত হয় বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাদের’কে উদ্ধার করে রাউজান জে,কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিহত সেই ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহ্পুর গ্রামের মো: রফিক আহমদের পুত্র মো: বাবর((২৬)। আহতের বাড়ি ওই উপজেলার মিঞার পুত্র মো: ইমরান তাকে উন্নত চিকিৎসকার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার আমজাদ হোসেন বলেন, একটি চাঁদের গাড়ি মোটরসাইকেল ধাক্কা ঘটনাস্থলে দুই জন গুরুত্বর আহত হয়। পরে লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে একজন’কে মৃত বলে ঘোষণা করেন। নিহত সেই প্রবাসী বলে জানা যায়।





রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী