রবিবার ● ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে খোলা বাজারে ১০ টাকা দরে চাউল বিক্রি শুরু
রাঙামাটিতে খোলা বাজারে ১০ টাকা দরে চাউল বিক্রি শুরু
স্টাফ রিপোর্টার :: করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হয়ে পড়া রাঙামাটি পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির মধ্যে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা দরে চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রবিবার ৫ এপ্রিল সকাল ১০টায় রাঙামাটি জেলা শহরের কাঠাঁলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নিম্ন আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজি চাউল বিতরণ উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস।
এসময় জেলা ম্যাজিস্ট্রেট মো. বোরহানউদ্দিন মিঠু ও রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার (৫, ৭ ও ৯ এপ্রিল) পৌরসভার বিভিন্ন এলাকায় এ চাউল বিক্রি কার্যক্রম চলবে। রাঙামাটি পৌরসভার নয়টি ওয়ার্ডে নয়জন ডিলার একদিনে ১০ টন চাউল বরাদ্দ পাবেন।
সরকার ঘোষিত ১৪ এপ্রিল পর্যন্ত সাধারন ছুটিকালীন সময়ে জনসাধারন গৃহে অবস্থান করায় শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় তাদের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, তাই দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পরিবহণ শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ সম্প্রদায়ের মানুষসহ সকল কর্মহীন মানুষ এর আওতাভুক্ত থাকবে বলে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন।
রাঙামাটি পৌর এলাকায় যেসব স্থানে ১০ টাকার চাউল বিক্রয় হচ্ছে :
১ নম্বর ওয়ার্ড: গীতাশ্রম মন্দির, রিজার্ভ বাজার।
২ নম্বর ওয়ার্ড: শহীদ আব্দুল আলী একাডেমী, রিজার্ভ বাজার।
৩ নম্বর ওয়ার্ড: ইয়ুথ ক্লাব, তবলছড়ি।
৪ নম্বর ওয়ার্ড: রাঙামাটি পাবলিক কলেজ, তবলছড়ি ও ৫নম্বর ওয়ার্ড: মাশরুম ট্রেনিং সেন্টার, আসামবস্তি।
৬ নম্বর ওয়ার্ড: সড়ক ও জনপথ কারখানা বিভাগ, ভেদভেদী।
৭ নম্বর ওয়ার্ড: কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৮ নম্বর ওয়ার্ড: রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়।
৯ নম্বর ওয়ার্ড: সদর উপজেলা পরিষদ প্রাঙ্গন।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন