মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » করোনায় বাগেরহাটে ভাসমান বেদে সম্প্রদায় দিশেহারা
করোনায় বাগেরহাটে ভাসমান বেদে সম্প্রদায় দিশেহারা
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: কভিড-১৯ করোনাভাইরাসের কারণে দিশেহারা বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন কিছু ভাসমান বেদে সম্প্রদায়। জীবিকার সন্ধানে বাগেরহাটে আসার পর করোনা পরিস্থিতির কারণে আটকে পড়েন তারা।
সরেজমিনে বেদে সম্প্রদায়ের বসবাস স্থলে গিয়ে দেখা গেছে তাদের জীবনযাপনের করুণ চিত্র
দু-চারটি নয়, এখানে আশ্রয় নিয়েছে বেদেদের ৪৪টি পরিবার। করোনা পরিস্থিতিতে দু’চোখে অন্ধকার দেখছে এসব বেদেরা। রোজগারের সকল পথও বন্ধ। এখন খেয়ে না খেয়ে দিন পার করছে নারী ও শিশুসহ বেদে পরিবারের দুই শতাধিক মানুষ।
বেদে সম্প্রদায়ের সরদার আবুল কালাম বলেন, ‘আমরা ভাসমান মানুষ। কয়েকদিন পর পর এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জীবিকা নির্বাহ করি। পথেই থাকতে হয় স্ত্রী সন্তান নিয়ে। তবে করোনার কারণে এবার বাগেরহাটে আটকে গেছি আমরা। কর্মহীন হয়ে তাবুতে থাকতে হচ্ছে। সরকারের সহায়তায় চাল, ডাল, তেল, লবনসহ কিছু খাদ্য সামগ্রী পেয়েছিলাম। স্বাভাবিক সময়ের থেকে কম খেয়েও ১০ দিনের বেশি নিতে পারিনি। এখন কি খাব আমরা, সেটাই চিন্তা।’
শুধু আবুল কালামই নয়, এখানের বেদেদের সবগুলো পরিবারের একই অবস্থা।
বেদে সাথী বেগম, বক্কার মিয়া, বাবু পরামানিকসহ কয়েকজন জানালেন, তারা জীবিকার তাগিদে বাপ-দাদার এ পেশায় যুক্ত। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ান খাবারের সন্ধানে। এক সময় জীবন ছিল জলপথে নৌকায় নৌকায়। ঝাড়ফুক করে, তাবিজ ও ওষুধি গাছ-গাছড়া বিক্রি করে চলতো সংসার। নদী পথ সীমিত হওয়ায় স্থল পথে গ্রামে গ্রামে ঘুরতে হয়। ওইসব গ্রামের মানুষের সহযোগিতায় দিন চলে তাদের।
সাথী বেগম বলেন, ‘বাগেরহাটে এসে কয়েকদিন কাজ করার পর হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের থেকেও ভয়াবহ করোনাভাইরাস আমাদের তাবু বন্দি করে রেখেছে। ১৩-১৪ দিন আগে কিছু খাবার পেয়েছিলাম। তা ফুরিয়ে গেছে আরও দুই তিন দিন আগে। সপ্তাহ খানেক আগে হঠাৎ ভ্যানে নাম না জানা এক ব্যক্তি এক বস্তা মাছও দিয়েছিল। তাতে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় বন্দি থাকতে হবে কে বুঝতে পেরেছে। সীমানার বাইরে বের না হতে পেরে, একধরণের দমবন্ধ জীবন কাটাচ্ছি। এর মধ্যে ঘরে নেই খাবার। কি করব বুঝে উঠতে পারছি না। এভাবে আর কত দিন চলবে জানিনা।বেদে মুন্নি বেগম বলেন, ‘করোনা পরিস্থিতিতে সরকার যা বলছেন আমরা সব মেনে চলার চেষ্টা করছি। কিন্ত তিন-চার দিন ধরে চাল ফুরিয়ে গেছে। কি করব জানিনা। একদিকে পেটে তো খিদা আছেই। তারপরে ছোট বাচ্চারা যখন খাবারের জন্য কাঁদে তখন চোখের পানি ধরে রাখতে পারি না।’
যে করে হোক আমাদের খাবারের ব্যবস্থা করুন বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই নারী।
বেদেদের সরদার আবুল কালাম বলেন, বাগেরহাটে বেশ কয়েকদিন হয়ে গেল। হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় সরকারের নির্দেশে আমাদের স্বাভাবিক চলাফেরা বন্ধ রাখতে হয়েছে। ১৪ দিন আগে স্যারেরা কিছু খাবার দিয়েছিল। ওই খাবারতো প্রায় এক সপ্তাহ আগে শেষ হয়েছে। এখন আমরা দুই শতাধিক মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এ অবস্থায় সরকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন।’
বাগেরহাট করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রমের সমন্বয়ক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেন, ‘বেদে পল্লীতে একবার খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখব যদি পুনরায় তাদের খাবার প্রয়োজন হয়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
মোরেলগঞ্জে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিল লন্ডন প্রবাসী
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) পিপিই ও মাস্ক প্রদান করেছেন লন্ডন প্রবাসী মো. আসফাক-ই-আলম ।
আজ সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু তার পক্ষে এসব সামগ্রী তুলে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামাল হোসেন মুফতি পিপিই ও মাস্ক গ্রহন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মোরেলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন,সাংবাদিক শামীম আহসান মল্লিক, এইচএম শহিদুল ইসলাম প্রমুখ।
লন্ডন প্রবাসী ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়র কলেজের প্রভাষক মো. আসফাক-ই-আলম মোরেলঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনার পুত্র।
করোনা : প্রশাসনের নজরদারী সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে
বাগেরহাট :: কভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটেরফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা নিরলস কাজ করে চলেছে।
এছাড়াও ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে চলছে নজরদারী এবং ভ্রাম্যমান আদালতের অভিযান। করা হচ্ছে বিভিন্ন অপরাধে জরিমানা। তবুও যেন থামছে জনসমাগম। যেখানে লোকজনের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে সেখানেই অভিযান চালানো হচ্ছে।
কিন্তু প্রশাসনের লোকজন চলে গেছে পুনরায় এসে ভীড় করছেন। ঘরে থাকা নির্দেশ উপেক্ষা করে তারা অকারনে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাছে জানতে চাইলে তারা নানা অজুহাত দেখাচ্ছেন। অভিযান আরও কঠোর ও জোরদার করার জন্য প্রশাসনের প্রতি আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
বাগেরহাটে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত ১
বাগেরহাট :: বাগেরহাটের ফকিরহাটে জমির সিমানা নির্ধারন নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোঃ ছবেদ আলী ফরাজী (৪৮) নামের একজন প্রেসকর্মচারী গুরুত্বর আহত হয়ে উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের এঘটনা ঘটে। তিনি উক্ত গ্রামের মৃতঃ আছর আলী ফারাজীর পুত্র।
এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ছবেদ আলী ফারাজী সোমবার বাগেরহাট জানান, ঘটনার দিন দুপুরে জমির সিমানা নির্ধারন নিয়ে প্রতিপক্ষের নুর মোহম্মদ ফরাজীর সাথে বিরোধের সৃষ্টি হলে নুর মোহম্মদ ফরাজী তার স্ত্রী রোজিনা বেগম, জামাতা রাজু মীর ও কন্যা পপিয়া বেগম তাকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনার স্থান পরিদর্শন করেছেন।
বাগেরহাটে শরণখোলায় করোনার মধ্যে এক রাতে চার বাড়িতে চুরি
বাগেরহাট :: বাগেরহাটের শরণখোলায় করোনা পরিস্থিতির মধ্যেএকটি সংঘবদ্ধ চোরচক্র এক রাতে চার বাড়িতে হানা দিয়েছে। এর মধ্যে দুই বাড়ি থেকে লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। রবিবার দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি ও উত্তর সাউথখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
তাফালবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত মো. রফিকুল ইসলাম হাওলাদার জানান, ওইদিন রাত দুইটার দিকে চোরেরা সিঁদ কেটে তার ঘরে ঢুকে আলমারীতে থাকা ১২হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯০হাজার টাকার মালামাল নিয়ে যায়। এঘটনায় শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।
এছাড়া, উত্তর সাউথখালী গ্রামের হাকিম খানের ঘরে ঢুকে ১০হাজার টাকা দামের একটি মোবাইল ফোন নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের আমির আলী ও মিন্টু মৃধার বাড়িতে সিঁদ কেটে ঘরে ঢোকার চেষ্টা করে চোরেরা। এসময় বাড়ির লোকজন টের পাওয়ায় তারা পালিয়ে।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউইয়র্ক প্রবাসীর উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বাগেরহাট :: “আমরা কাজকে করিনা ভয়, মানবতাকে করি জয়” এই শ্লোগানকে সামনে রেখে করোনা সংকট মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নে করোনায় কর্মবিমুখ হতদরিদ্র দু:স্থদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে আমেরিকার নিউওয়ার্ক প্রবাসী হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মইনুল হাসান মহিদ, ফাউন্ডেশনের সভাপতি জাহানারা ইসলাম ও সাধারন সম্পাদক তৈয়বুর রহমান মিন্টুর অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। বিতরণীতে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার নুরুল ইসলাম তালুকদার, ৯নং ওয়ার্ডের মেম্বর আবুল কালাম হাওলাদার,ও ৮নং ওয়ার্ডের মেম্বর মিলন তালুকদার, হাফেজ আরিফ সহ ফাউন্ডেশনের কর্মকর্তা, সাবেক মেম্বর আমির আলী হাওলাদার ,শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজান, ইসমত জাহান লাইলী আকতার,জুয়েল,তরিকুল,জয়নাল,বাচ্চু প্রমুখ । প্রতি প্যাকে ছিল চাল, ডাল,আলু ,পিয়াজ ও তেল।
ডিসি-এসপি বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের খোঁজ নিলেন
বাগেরহাট :: বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এর নেতৃত্বে একটি দল হোম-কোয়ারেন্টাইনে থাকা বিভিন্ন ব্যাক্তিদের বাড়িবাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন।
আজ সোমবার সন্ধ্যায় তাঁরা ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের ঢাকা থেকে আসা আব্দুল মাজেদ মোড়লের বাড়িতে যান। এসময় তাঁরা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। এর আগে উর্ধতন জেলা প্রশাসনের কর্মকর্তারা রামপালের ফয়লা গৌরম্ভা ও ফকিরহাটের শুভদিয়া ও বেতাগার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে হোম-কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তিদের খোঁজ খবর নেন এবং বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভুমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মো. কায়রুল আনাম ও ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ।





কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন