বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ার ৩টি রেল ষ্টেশন শুধু নামেই
ভাঙ্গুড়ার ৩টি রেল ষ্টেশন শুধু নামেই

চলনবিল প্রতিনিধি :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ,শরত্ নগর,ভাঙ্গুড়া ও দিলপাশার রেলওয়ে ষ্টেশনের মধ্যে ৩ টি ষ্টেশন শুধু নামেই৷ উপজেলার বড়ালব্রিজ রেলওয়ে ষ্টেশন ছাড়া বাকি ৩ টি ষ্টেশনে লোকাল ট্রেন ছাড়া কোন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই৷ এখানে নেই কোন ষ্টেশনের সুবিধাদি৷ ষ্টেশন থাকলেও তা থেকে কোন উপকার পাচ্ছে না এলাকাবাসি ৷ ফলে দুর-দুরান্ত থেকে মানুষ একমাত্র অবলম্বন বড়ালব্রিজ ষ্টেশন হয়ে যাতায়াত করছে ৷
এলাকাবাসি ও ষ্টেশন মাষ্টার সূত্রে জানা গেছে,বৃটিশ আমলে স্থাপিত এ ষ্টেশনগুলো এক সময় যাতায়াত ও মালামাল উঠা নামার দিক থেকে গুরুত্বপূর্ন অবদান রাখতো ৷ বর্তমানে ষ্টেশন ৩ টিতে ট্রেন না থামানোর ফলে জৌলুস হারিয়ে গেছে ৷
স্টেশনগুলোতে স্টেশন মাস্টারসহ বিভিন্ন প্রয়োজনীয় লোকবল থাকলেও নেই ট্রেনের যাত্রা বিরতি ৷ এর মধ্যে ভাঙ্গুড়া ও শরত্নগর ষ্টেশন দু’টি ট্রেন ক্রসিং হিসেবে ব্যবহৃত হচ্ছে ৷ দিলপাশার ষ্টেশন ছাড়া শরত্ নগর ও ভাঙ্গুড়া ষ্টেশনে কোন প্লাটফরম,টিকিট কাউন্টার,বিশ্রামাগার ও শৌচাগার নেই ৷ প্লাটফরম না থাকায় লোকাল ট্রেনের যাত্রীরা ঝুিক নিয়ে উঠানামা করে৷
এ ষ্টেশনগুলোতে সরেজমিন গিয়ে দেখা গেছে এর বেহাল অবস্থা৷ এখানকার ষ্টেশন মাষ্টারের কোয়াটারসহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে গেলেও রেলওয়ের যেন কোন মাথা ব্যাথা নেই ৷ এছাড়া রেলওয়ের দু’পাশের কোটি,কোটি টাকার সম্পত্তি দিন,দিন বেদখল হয়ে যাচ্ছে ৷





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান