শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সরকারিভাবে বোরো ধান-চাল ক্রয় শুরু
গাইবান্ধায় সরকারিভাবে বোরো ধান-চাল ক্রয় শুরু
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাস সংক্রান্ত এই দূর্যোগে বাজারে ধান-চালের মূল্য নিয়ন্ত্রনে রাখতে আজ শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে গাইবান্ধায় সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মো: মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেজাউল করিম রেজা, দীপক কুমার পাল প্রমুখ।
জাতীয় সংসদের হুইপ গিনি এসময় বলেন, করোনা ভাইরাস সংক্রান্ত উইে দুর্যোগে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। সেইসাথে কৃষকরা যাতে ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার খুব দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে। তিনি বলেন, ধান ও চাল ক্রয়ে যাতে কোন অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এবছর কৃষকদের কাছ থেকে ১৭ হাজার ১শ ৪৩ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে ২৩ হাজার ৬শ ৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ৬শ ২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।
করোনায় কর্মহীন অসহায় দুঃস্থ ১ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
গাইবান্ধা :: ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপনের ব্যক্তিগত উদ্যোগে আজ শনিবার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৮টি গ্রামে ১ হাজার কর্মহীন অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদানের এক অনন্য অবদান রেখেছেন। পবিত্র ঈদ-উল ফিতর ও করোনা ভাইরাস মোকাবেলায় তার পক্ষ থেকে এ সমস্ত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা ও সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, আলু ও সাবান। যা একটি পরিবারের ১০ দিনের খাবার।
পবিত্র ঈদ-উল ফিতরের পূর্ব পর্যন্ত সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নের মাহমুদ হাসান রিপনের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আরেফিন টিটু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহীনুর ইসলাম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার প্রমুখ।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ