বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ
পার্বতীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে বাই সাইকেল বিতরণ
দিনাজপুর প্রতিনিধি :: ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের পার্বতীপুরে বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ শিক্ষার্থীকে সাইকেল ও এক বৃদ্ধাকে হুইল চেয়ার তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বিমল মুর্মূ ও সাধারণ সম্পাদক এফ্রাইম টুডু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পার্বতীপুরে শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
পার্বতীপুর ::দিনাজপুরের পার্বতীপুরে অঁজপাড়া গাঁয়ে ৬ বছরের এক শিশু কণ্যাকে ধর্ষনের চেষ্টা করেছে এক যুবক। ওই শিশুটির আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষণ চেষ্টাকারী ঘরের দরজা খুলে পালিয়ে যায়।
পার্বতীপুর মডেল থানাপুলিশ মঙ্গলবার রাত ৯ টায় ওই যুবককে গ্রেফতার করে বুধবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে। ভিকটিমকে উদ্ধার করে পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন পরিক্ষার জন্য।
জানা যায়, উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কাসীপুর মাঝাপাড়া গ্রামের বাবলু ইসলামের ছেলে শাহীন বাবু (২২) গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে একই গ্রামের সবুজ আলীর ৬ বছর বয়সী কণ্যা সন্তানকে চকলেটের প্রলোভন দিয়ে তাকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ
পার্বতীপুরে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান
দিনাজপুর-৫ আসনে বিএনপি মনোনয়ন পরিবর্তন না করলে আন্দোলনের ডাক
মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
রেলওয়ে রানিংস্টাফদের ৯ম পে স্কেল এর দাবিতে আন্দোলনের হুমকি
ভূমিকম্পের আতঙ্কে পার্বতীপুর মধ্যপাড়া পাথর খনি বন্ধ ঘোষণা
পার্বতীপুর প্রেসক্লাবের তফশিল ঘোষণা : ভোট গ্রহণ ৯ ডিসেম্বর
পার্বতীপুরে মোকছেদুল আলম এর বিরুদ্ধে মানববন্ধন
পার্বতীপুরে গ্রাম আদালত আরও গতিশীল ও কার্যকর করতে কর্মশালা
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ