সোমবার ● ২২ জুন ২০২০
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে মৎস্যজীবীদের ভ্যান ও ছাগল বিতরণ
চাটমোহরে মৎস্যজীবীদের ভ্যান ও ছাগল বিতরণ
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে মৎসজীবীদের ভ্যান ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে ৪৫ জন মৎস্যজীবীর মধ্যে রিক্সাভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরাধীন ‘রাজশাহী বিভাগে মৎস্য সম্পাদ উন্নয়ন প্রকল্প’এর আওতাধীন মৎস্যজীবী জেলেদের বিকল্প আয়বর্ধক কার্যক্রম কর্মসূচীতে এই ভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ভ্যান ও ছাগল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো.আ. হামিদ মাস্টার।
অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন, কৃষি অফিসার কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. খলিলুর রহমান, কৃষকলীগ নেতা আঃ মান্নান মুন্নাফ প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান,এই প্রকল্পের অধীনে ২৫ জন মৎস্যজীবীকে ছাগল ও ২০ জনকে ভ্যান প্রদান করা হয়।