বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান
গাইবান্ধায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদান প্রদান
সাইফুল মিলন, গাইবান্ধা :: সমাজসেবা অধিদপ্তর গাইবান্ধা জেলায় আজ বুধবার ১৭৮ জন ক্যান্সার, কিডনি, লেবার সিরোসিস, হৃদরোগ, প্যারালাইসিস, থ্যালাসামিয়া ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়েছে। এই কর্মসূচীর আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান মল্লিক ও মো. নাসির উদ্দিন শাহ প্রমুখ।
গাইবান্ধায় বজ্রপাতে শিশুর মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে মোজাহিদ মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোজাহিদ মিয়া’র দুই ভাই।
আজ বুধবার ৮ জুলাই দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কবিলপুর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোজাহিদ ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে ওই এলাকায় মোজাহিদ ও তার দুই ভাই সুজন, মেহেদী হাসান বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বজ্রপাতে মোজাহিদ ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় সুজন ও মেহেদী হাসান গুরুতর আহত হয়।
সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী জানান, ঘটনাস্থল থেকে মোজাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ