বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রথম পাতা » অপরাধ » যৌতুক মামলায় গাইবান্ধায় পুলিশ সদস্য কারাগারে
যৌতুক মামলায় গাইবান্ধায় পুলিশ সদস্য কারাগারে
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধায় রেহেনা আক্তার বকুলের দায়ের করা যৌতুক মামলায় পুলিশ সদস্য স্বামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ বুধবার ১৯ জুলাই দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক কাজী ফখরুল আমিন উভয়পক্ষের শুনানি শেষে পুলিশ সদস্যের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সদস্য আরমান হোসেন গাইবান্ধা সদরের ইটাকুরি গ্রামের জবিউল ইসলামের পুত্র। তিনি বাংলাদেশ পুলিশ খুলনা রেঞ্জের অধীনে পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। কনস্টেবল নম্বর বিপি-৯৩১৩১৫২০৮৫।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাজেদুল ইসলাম প্রধান বিষয়টি জানান।
তিনি জানান, ২০১৭ সালের ২৮ জুলাই ৬ লক্ষ ২৫ হাজার টাকা মোহরানা ধার্য্যে করে গাইবান্ধা সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের আরমান হোসেনের সঙ্গে রেহেনা আক্তার বকুলের বিয়ে হয়।
১৪ মাস বয়সের একটি ছেলে সন্তানও হয় তাদের। যৌতুকলোভী আরমান হোসেন তার স্ত্রী রেহেনা আক্তার বকুলের কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করেন।
বাবার বাড়ি থেকে যৌতুক এনে না দেওয়ায় প্রায়ই তাকে নির্যাতন চালাতেন।
একপর্যায়ে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে ছেলে সসন্তানসহ রেহেনা আক্তার বকুলকে বাড়ি থেকে বের করে দেন।
পরে রেহেনা আক্তার বকুল বাদী হয়ে তার স্বামী পুলিশ সদস্য আরমান হোসেনকে আসামি করে জেলা গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
আজ বুধবার ১৯ আগস্ট পুলিশ সদস্য আরমান হোসেন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
বিবাদীপক্ষে মামলার শুনানি করেন অ্যাডভোকেট মিজানুর রহমান, আব্দুল মজিদ প্রমূখ।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪