মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই উপজেলায় সেলাই মেশিন বিতরণ
কাপ্তাই উপজেলায় সেলাই মেশিন বিতরণ
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে কাপ্তাই উপজেলায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১৪ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা সাংসদ দীপংকর তালুকদার।
এইসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালননায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ দীপঙ্কর তালুকদার বলেন, একজন মহিলা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজেও স্বাবলম্বী হবে এবং সেইসাথে তার পরিবার তথা সমাজসহ সকলেই স্বাবলম্বী হবে। এবং তিনি বলেন, উক্ত সেলাই মেশিন তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি, নিজেদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়