রবিবার ● ২৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গুনীজন » বিশিষ্ট প্রকৌশলী সফিউদ্দীন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট প্রকৌশলী সফিউদ্দীন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
ঢাকা :: দেশের বিশিষ্ট প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের দীর্ঘদিনের সভাপতি সফিউদ্দীন সরকার আজ ভোরে ঢাকার একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার ইব্রাহিমপুরে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বিশিষ্ট প্রকৌশলী সফ্উিদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ এক সৃজনশীল ও প্রতিভাবান প্রকৌশলীকে হারিয়েছে। তিনি প্রকৌশলগত ক্ষেত্রে প্রচলিত অনেক উন্নয়ন ধারার সমালোচনা করে বিভিন্ন ক্ষেত্রে বিকল্প প্রস্তাবনা হাজির করেছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবিসংবাদিত নেতা হিসাবে তিনি বিভিন্ন ফোরামে এসব চিন্তা পেশ করেছিলেন। তার উদ্যোগে প্রকাশিত ‘কারিগর’ পত্রিকায় নানা সৃজনশীল চিন্তা ও পরিকল্পনা প্রকাশ করেছিলেন। তার প্রকৌশলগত চিন্তার কেন্দ্রে ছিল দেশ ও মানুষের কল্যাণ। তিনি সাশ্রয়ী, পরিবেশবান্ধব, টেকসই ও দেশের উপযোগী উন্নয়ন অবকাঠামো গড়ে তোলায় মনযোগি ছিলেন। তিনি ছিলেন আধুনিক, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী ও সাহিত্যপ্রিয় সংস্কৃতিবান। তিনি ভাসানী পরিষদ ও বিজ্ঞান চেতনা পরিষদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।
বিবৃতিতে তিনি সফিউদ্দীন সরকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।





বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা
সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান
মানুষের অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই
ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ
রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু