বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
অব্যাহত ধর্ষণ, নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে কাল বিকাল ৩ টায় শাহবাগে প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করুন
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে সারাদেশে অব্যাহত নারী ধর্ষণ ও নারী-শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগে প্রগতিশীল নারী সংগঠনসমূহ আহুত প্রতিবাদী নারী গণসমাবেশ সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়েই দেশকে ধর্ষক ও লম্পট মুক্ত করতে হবে। নেতৃবৃন্দ বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করে কেবল ধর্ষণ ও নিপীড়ন বন্ধ করা যাবে না। মৃত্যুদণ্ডের বিধান থাকলেও ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ হয়নি। তারা উল্লেখ করেন ধর্ষক ও নারী নিপীড়কেরা অধিকাংশই রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়ায় থাকার কারণে এখনো তারা বেপরোয়া, বেশীরভাগ ধর্ষক নারী ও শিশু নিপীড়ক ও বলাৎকারীরার অধিকাংশ ক্ষেত্রে এখনো ধরাছোঁয়ার বাইরে। তারা উল্লেখ করেন, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় যেটুকু আইন আছে তারও বিশেষ কোন কার্যকারীতা নেই। রাষ্ট্র সমাজের নারি বিদ্বেষী পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নানাভাবে নারীরা নিপীড়িত ও নির্যাতিত হয়। আর সেই নারী যদি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির হয় তাহলে ধর্ষণ ও নিপীড়কের ক্ষেত্রে বিচার পাওয়ার সম্ভাবনা থাকে না। নেতৃবৃন্দ এ অবস্থার পরিবর্তনে শ্রেণী শোষণ ও পুরুষতান্ত্রিক নিপীড়নের বিরুদ্ধে এক সামাজিক জাগরণ বেগবান করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ ধর্ষণ, শিশু ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিদ্যমান আইনসমূহের উপযুক্ত প্রয়োগেরও আহ্বান জানান।





ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন
গুলশান-বনানী পূজামণ্ডপে মা দুর্গার প্রতিমার বিসর্জন শেষে দুর্গা মায়ের শান্তির জল প্রদান
গণ শুনানি ছাড়া কোন মেগা প্রকল্প গ্রহণ করা যাবেনা
বারিধারা ডিওএইচএ দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন ডিবিসি নিউজ চ্যানেল এর পরিচালক