শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে মাঠে নেমেছে মেয়র প্রার্থী শাহাবুদ্দিন তালুকদার
মোরেলগঞ্জে মাঠে নেমেছে মেয়র প্রার্থী শাহাবুদ্দিন তালুকদার
শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের তরুন সংঘ ক্লাব চত্ত¡রে আয়োজিত এ মতবিনিময় সভায় আবুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, সমাজ সেবক খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মো. জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা এ্যাড. মাহমুদুল হাসান শুভ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন এমপি যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে সকলে তার কাজ করবো।
তিনি আরো বলেন ডিজিটাল বাংলার উন্নয়নের ছোয়া জনগনের দ্বার প্রান্তে পৌছে দিতে মোরেলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তিত করার অঙ্গিকার ব্যক্ত করেন তিনি। সভায় জনগনের কাছে সমর্থন ও ভোট চেয়ে ভোট প্রার্থনা করেন এ নেতা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায়ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মোরেলগঞ্জে মানববন্ধনে অংশ নিলেন এমপি মিলন
বাগেরহাট :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায়ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।
মোরেলগঞ্জে ৭০ হাজার শিশু ঝুঁকিতে স্বাস্থ্যসহকারিদের কর্মবিরতি
বাগেরহাট :: দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও নিয়োগবিধি সংশোধন, বেতন আপগ্রেডেশন ও টেকনিক্যাল কাজের স্বীকৃতির দাবিতে চলছে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যসহকারিদের কর্মবিরতি। হাসপাতাল চত্বরে চলমান এ কর্মসূচির আজ ১৫তম দিন। কর্মবিরতির ফলে মোরেলগঞ্জে প্রতিদিন কমপক্ষে ১শ’ শিশুসহ ২ হাজার নারী ও কিশোরী টিকা ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। হাম ক্যাম্পেইন বর্জণের সিদ্ধান্ত নেওয়ায় ঝুঁকিতে রয়েছে আরো ৭০ হাজার শিশু।
স্বাস্থ্যসহকারিরা ইতোমধ্যে ইপিআই ক্যাম্পেইন বর্জন করেছেন। আগামি ১২ ডিসেম্বর দেশব্যাপি অনুষ্ঠিতব্য হাম ক্যাম্পেইনও বর্জণের ঘোষণা দিয়েছেন। এর ফলে মোরেলগঞ্জের ৭০ হাজার শিশু হামরুবেলা টিকা থেকে বঞ্চিত হবে। স্বাস্থ্যসহকারি এ্যাসোসিয়েশন মোরেলগঞ্জের প্রধান মুখোপাত্র রিয়াজুল ইসলাম তালুকদার বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, স্বাস্থ্যসহকারিরা কর্মবিরতিতে থাকলে হাম, পোলিও, যক্ষা, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়াসহ ১০টি সংক্রমক রোগ নতুন করে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। মাতৃ মৃত্যু, শিশু মৃত্যু ও বিকলাঙ্গ শিশু জন্মের হারও বেড়ে যাবে।
কর্মবিরতির ফলে প্রতিদিন মোরেলগঞ্জে কমপক্ষে ২ হাজার নারী, শিশু ও কিশোরী গুরুত্বপূর্ণ টিকাসহ জরুরি চিকিৎসা থেকে বঞ্জিত হচ্ছে বলেও এ কর্মকর্তা জানান।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ