রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » শহীদ বুদ্ধিজীবীদেরকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শহীদ বুদ্ধিজীবীদেরকে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে শহীদ বুদ্ধিজীবীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বলেছেন বাংলাদেশের অভ্যুদয় আর এই বুদ্ধিজীবীদের গৌরবময় ভূমিকা ওতপ্রোতভাবে সম্পর্কিত। জাতি বুদ্ধিজীবীদের ভূমিকা শ্রদ্ধার সাথেই স্মরণ করবে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা সংগ্রামে আমাদের জনগণের বিজয়ের প্রাক্কালে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদেরকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। দখলদার পাকিস্তানী সামরিক জান্তারা এদেশীয় ঘাতক বাহিনী আলবদর আর আলশামস তাদের পরাজয়ের প্রতিশোধ হিসেবে পোড়ামাটি নীতি অবলম্বন করে নীলনক্সার অংশ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করে। স্বাধীন বাংলাদেশ যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সে কারণেই দেশের বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ডকে ভেঙ্গে দিতেই এই হত্যাকাণ্ড।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ইতিমধ্যে ৪৯ বছর পার হলেও বুদ্ধিজীবীদের সব ঘাতকদের বিচার হয়নি। তাদের উপযুক্ত শাস্তিও হয়নি। এ কারণে আল বদর, আল শামস এর মত যুদ্ধাপরাধী দল ও সংগঠনসমূহের বাংলাদেশ বিরোধী আদর্শ ও রাজনীতি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই অপরাজনীতি ও তাদের বিকৃত জিঘাংসামূলক তৎপরতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে এবং স্বাধীনতার ঘোষণা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যাপক গণজাগরণ গড়ে তুলতে হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচি :
আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করোনা দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টায় মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করবে।





তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
নিরপেক্ষতার পরীক্ষায় সরকার এখনও পাশ করতে পারেনি
রাজধানীর কেআইবিতে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সেফডে ২০২৫
গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহবায়ক কমিটি গঠন