শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি: গুলিবিদ্ধ ৪
গাজীপুরে গার্মেন্টসে ডাকাতি: গুলিবিদ্ধ ৪

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ফব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০ মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টসে ডাকাতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে ৪ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে৷
২৬ ফেব্রয়ারি শুক্রবার ভোর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে৷ তাদের আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ কাভার্ডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে৷
আটকরা হলেন- পাবনার জোকা গ্রামের আালিম উদ্দিনের ছেলে সুলতান উদ্দিন (৪২), দিনাজপুরের বিরামপুর থানার পলিখবর গ্রামের আবুল হামিদের ছেলে হামিদুল (৩০), টাঙ্গাইলে ভূঞাপুর থানার হোসেনপুর গ্রামে আব্দুল জলিলের ছেলে আব্দুস সালাম (৪০) ও একই জেলার ঘাটাইল থানার পাকুরধা গ্রামের আব্দুস ছালামের ছেলে মামুন (২৫)৷
গাজীপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন জানান, ডাকাত দলের সদস্য মিজানুর রহমান ৩-৪ দিন আগে ওশান গার্মেন্টসে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নেন৷ বৃহস্পতিবার রাতে তিনি ওই কারখানার পাশের একটি দোকান থেকে অন্য সিকিউরিটি গার্ডদের পিঠা খাওয়ান৷ এতে সিকিউরিটি গার্ডরা অচেতন হয়ে পড়েন৷ এরপর রাত আড়াইটার দিকে ১৫-১৬ জনের একটি ডাকাত দল মাইক্রোবাসে এসে ওই কারখানায় হানা দেয়৷ পরে কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়৷ এ সময় ডকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে৷ পুলিশও পাল্টা গুলি ছোড়ে৷ এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে আটক করা হয় এবং মিজানুরসহ বাকিরা পালিয়ে যায়৷ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে৷
তিনি আরও জানান, এরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য৷ সুলতান, সালাম ও হামিদুলের নামে গাজীপুরের বিভিন্ন থানায় মামলা রয়েছে৷
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ আবদুস সালাম সরকার জানান, শুক্রবার সকালে ৪ জনকে প্রাথমিক চিকিত্সা দিয়ে উন্নত সিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে)প্রেরণ করা হয়েছে৷
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে তাদের ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ৷ পরে তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪