শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভ্যান চালিয়ে চলছে সুজনের পড়ালেখা ও সংসার
ভ্যান চালিয়ে চলছে সুজনের পড়ালেখা ও সংসার

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: বাবা দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন৷ প্রথম পক্ষের স্ত্রী, ছেলে মেয়েদের কোন খোঁজ খরব রাখেন না ৷ তাই কিশোর বয়সেই সংসার নামের হাল ধরতে হয়েছে সুজনকে ৷ মা আর দুই বোন নিয়ে সুজনের সংসার৷ কখনো দিন মজুরীর আবার কখনো ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোন রকম সংসার চলে৷ এরপরও থেমে নেই পড়া লেখা ৷ সুজন এবার রামনগর এ এন্ড জে কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিবে ৷ সুজন ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর ইউনিয়নের রামনগর গ্রামের শমসের আলির ছেলে ৷ গ্রামের বাসিন্দা আব্দস সামাদ ও সুভাস কর্মকার বলেন, সুজন দিন মজুরীর ও ভ্যান চালাচ্ছে ৷ সংসারের কাজ করেও লেখা পড়া করছে ৷ অনেক সময় তার সহপাঠিদেরকেও ভ্যানে করে কলেজে আনতে দেখা যাই ৷ কলেজে ভ্যান রেখে ক্লাস করছে ৷ লেখা পড়াতেও তার জুড়ি নেই ৷ তারা আরো জানান, যে সকল শিক্ষার্থীরা পড়া লেখার সুযোগ পেয়েও বিপথগামি হচ্ছে ৷ আর সুজন অভাবের কারনে দিন মজুরীর কাজ আবার ভ্যান চারিয়ে মা, দুই বোনকে নিয়ে সংসার চালাচ্ছে ৷ নিজে লেখার পড়া করছে, আবার বোনদেরকেও পড়া লেখা করাচ্ছে৷ সুজনের দেখে শিক্ষা নেয়া উচিত ৷ একজন আদর্শবান মানুষ হবে সে ৷
সুজনের মা মনজুরা খাতুন জানান, ছোট থেকেই সুজন লেখা পড়ায় ভালো ৷ ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার ৷ পরের বাড়িতে কাজ করেছি৷ কিশোর বয়সেই লেখাপড়ার পাশাপাশি সংসার চালাচ্ছে সুজন ৷ গ্রামের স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৮৮ পেয়েছে ৷ সুজন জানান, সহপাঠিদেরকে ভ্যানে করে কলেজে আনা কষ্ঠেরই ব্যাপার ৷ অভাবের সংসার নিজেদের জায়গা জমি নেই ৷ ভ্যান চালাচ্ছি ৷ এতটুকু কথা বলতেই সুজনের চোখে মুখে স্পষ্ট কষ্টের ছাপ ফুটে উঠল ৷ থেমে গেল সুজনের কন্ঠ৷ শত কষ্ঠের মাঝেও পড়া লেখা করে ইজ্ঞিনিয়ার হতে চাই ৷
সুজনের শিক্ষক মশিউর রহমান জানান, সুজন মেধাবি ছাত্ র৷ অসাধারন তার মেধা ৷ শত কষ্টের মাঝেও সে পড়া লেখা করে যাচ্ছে ৷ আমার বিশ্বাস সুজন একদিন অনেক বড় হতে পারবে ৷





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি