রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন
বিশ্বনাথে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সকলকেই সাথে নিয়ে এলাকার উন্নয়ন করে যেতে চাই ৷ আমি নির্বাচনের আগে ওয়াদা করেছিলাম নির্বাচিত হলে রাস্তা পাকাকরণ না করে সত্পুর এলাকায় আসবো না ৷ আজ আমি আমার ওয়াদা পালন করেছি ৷ তিনি বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে ৷ সকলের আন্তরিকতা ও সহযোগিতা অব্যাহত থাকলে বাকি ৩ বছর মেয়াদের মধ্যে সকল উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে ৷ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাপার মনোনীত লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে রায় দিতে দলমত নির্বিশেষে সকলকের প্রতি আহবান জানান ৷
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সত্পুর উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে ‘নয়া সত্পুর হতে মনাইকান্দি পর্যন্ত প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ৷
এলাকার মুরবি্ব ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সহল আল রাজী চৌধুরী৷ বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল বারী মেম্বার, মুরবি্ব বদর উদ্দিন ৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আলী আকবর ও মানপত্র পাঠ করেন সত্পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক ৷ এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক মনোহর আলী, একেএম দুলাল, জয়নাল আবেদীন, সুমন আহমদ সুনন, এলাকার মুরবি্ব হাজী মখলিছুর রহমান ও জাপা নেতা সুহেল তাজ প্রমুখ ৷





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন