শুক্রবার ● ২ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » করোনা মোকাবিলায় সরকারের গা-ছাড়া মনোভাব মানুষকে এখন চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে
করোনা মোকাবিলায় সরকারের গা-ছাড়া মনোভাব মানুষকে এখন চরম ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে
সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, করোনার মারাত্মক সংক্রমনজনীত পরিস্থিতিতে সরকার দেশের মানুষকে নিয়তির উপর ছেড়ে দিয়েছে। করোনা মোকাবিলায় সরকারের আত্মতুষ্টি নিয়তির উপর ছেড়ে দিয়েছে। করোনা মোকাবিলায় সরকারের আত্মতুষ্টি পরিস্থিতিকে এখন ভয়ানক ও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও এ সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহের গা-ছাড়া মনোভাব এখন মানুষকে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। করোনার উদ্বেগজনক নতুন ভেরিয়েন্ট প্রায় দু’মাস আগে শনাক্ত হলেও এই সময়কালে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করা হয়নি। অতিমারীর এই পরিস্থিতি মোকাবেলা করার চেয়ে রাজনৈতিক এজেন্ডা নিয়ে সরকার ব্যস্ত থেকেছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ স্ব-বিরোধী, গতানুগতিক, অপ্রতুল ও অকার্যকরি, বিপণিবিতান থেকে বিনোদন কেন্দ্র পর্যন্ত, ক্রীড়া প্রতিযোগিতা থেকে অফিস-আদালত সবকিছু খোলা ও চালু রেখে কিভাবে সংক্রমন নিয়ন্ত্রণে রাখা যাবে তা মোটেও বোধগম্য নয়। সরকার ঘোষিত ১৮ দফার বিশেষ কোন কার্যকারিতাও দেখা যাচ্ছে না। তিনি বলেন, কেবল ইচ্ছাপত্র দিয়ে এখনকার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে না। তিনি বিদ্যমান পরিস্থিতির স্বাস্থ্যগত দুর্যোগ আখ্যা দিয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ অনুযায়ী সংক্রমন নিয়ন্ত্রনে সর্বাত্মক পদক্ষেপ নেবার আহ্বান জানান।
একই সাথে তিনি করোনা সংক্রমনের ভয়াবহতা ও স্বাস্থ্যবিধি অনুসরণে জনসচেতনতা বাড়িয়ে তুলতে ছাত্র-তরুণদের প্রতি আহ্বান জানান।
আজ শুক্রবার বিকালে বিপ্লবী ছাত্র সংহতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়জুর রহমান মুনীর, কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম অভি, বিপ্লব হোসেন খান, জোনায়েত হোসেন, মো. রাব্বী আকন্দ, তপন সরকার অভি, আশরাফী আক্তার, মাহফুজ আহমেদ প্রমুখ।





কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
সাম্প্রদায়িক সম্প্রতির মধ্যেই বাংলাদেশের সম্ভাবনা : সাইফুল হক
পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় উন্নয়ন নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্যের বিকল্প নেই
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরের হত্যাকাণ্ড বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্যানাম গ্রুপের বার্ষিক উৎসব উদযাপন : সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার
মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান