সোমবার ● ১৯ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ঢাকা » মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর মামলায় মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড
মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর মামলায় মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড
ঢাকা :: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারী মাওলানা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ১৯ এপ্রিল বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে হেফাজতে ইসলাম নেতাদের। আজ সোমবার রাতে মন্ত্রীর বাসভবনে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান পরিস্থিতি নিয়ে রাত সাড়ে নয়টায় এ বৈঠক শুরু হবে। এতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদীসহ কয়েকজন নেতা অংশ নেবেন। হেফাজতে ইসলাম নাকি সরকারের তরফে এই বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
সূত্র জানায়, হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের টানাপড়েন কমিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক আহবান করা হয়েছে। সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারে সংগঠনটিতে নানামুখি তৎপরতা চলছে। রবিবার করনীয় টিক করতে ভার্চুয়াল বৈঠক করেন নেতারা।
যদিও ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের তরফে কিছু জানানো হয়নি।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়