বুধবার ● ২৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১ মে হতে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ হতে যাচ্ছে
১ মে হতে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ হতে যাচ্ছে
মিল্টন চাকমা, মহালছড়ি প্রতিনিধি :: কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে ১ মে হতে আগামী ৩১ জুলাই পর্যন্ত তিন মাস বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, রাঙামাটি কর্তৃক খাগড়াছড়ির জেলার মহালছড়িসহ কাপ্তাই হ্রদের আওতাধীন সমগ্র এলাকায় মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মহালছড়িসহ কাপ্তাই হ্রদের মাছ ধরা আগামী তিন মাস বন্ধ থাকবে। কাপ্তাই হ্রদের মৎস্য আহরণ, সংরক্ষণ, বাজারজাতকরন বন্ধ রাখার কারণে মাছের সুষ্ঠু প্রজনন ও বংশবৃদ্ধির ফলে মহালছড়ির ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্ম সংস্থানেরও সৃষ্টি হচ্ছে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদের বৃদ্ধি, মহালছড়ির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কাপ্তাই হ্রদের মাছধরা নিষেধাজ্ঞাকালীন অসাধু ব্যবসায়ীরা যাতে সাধারণ জেলেদের ব্যবহার করে অবৈধভাবে মৎস্য আহরণ, বাজারজাতকরণ, পরিবহন না করতে পারে সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এদিকে মহালছড়িতে নিবন্ধিত জেলেদের ভিজিএফ কর্মসূচীর আওতায় খাদ্য সহায়তা প্রদানের প্রদান করেন তিনি।





কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়