সোমবার ● ৩ মে ২০২১
প্রথম পাতা » জাতীয় » শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া
শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়া
ঢাকা :: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিউইতে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার চিকিৎসক টিমের একজন সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ সোমবার ৩ মে বিকেল ৪টার দিকে ম্যাডামকে সিসিইউ ইউনিটে নেওয়া হয়েছে।
জানা যায়, গত ২৭ এপ্রিল শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি সেখানে ৭২০৩ নম্বর কেবিনে ছিলেন। তখন চিকিৎসকরা জানান, তার শারীরিক অবস্থা স্ট্যাবল। করোনার কোনো উপসর্গ না থাকায় তাকে ননকোভিড জোনে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার বিকেলে তার শ্বাসকষ্ট বাড়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়।
জানতে চাইলে, খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ম্যাডামের চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন তাকে জানিয়েছেন দুপুরের দিকে শ্বাসকষ্ট বেড়েছিল, সেজন্য বিকেলে সিসিইউতে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা