মঙ্গলবার ● ৮ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আকতার হোসেন,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পানিতে ডুবে রাফিয়াত ইসলাম আয়ান নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার ৮ জুন সকাল ১১টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে। শিশু আয়ান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পূর্ব ভগবতীপুর গ্রামের রুস্তম আলী ভূঁইয়া বাড়ির টেক্সটাইল ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম শিপনের দ্বিতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সকলের অগোচরে শিশু আয়ান বাড়ি থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন। এসময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাবেদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই রফিকুল ইসলামের পুত্র আয়ান মঙ্গলবার সকালে খেলার চলে সবার অগোচরে বাড়ির বাহিরে বের হয়ে যায়। পরে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। বাদ আসর আয়ানের নামাজের জানাজা সম্পন্ন হয়। শিশু আয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাংবাদিক আসিফের মায়ের ইন্তেকাল
মিরসরাই :: মিরসরাইয়ে সাংবাদিক আসিফুল ইসলামের মা নাজমা আক্তার (৪০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি আজ মঙ্গলবার (৮ মে) সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আমবাড়িয়া গ্রামের রমিজ উদ্দিন বাড়ির দুবাই প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী। সাংবাদিক আসিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে তার মা শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার বেলা তিনটায় দক্ষিণ আমবাড়িয়া জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সাংবাদিক আসিফুল ইসলাম অনলাইন নিউজ পোর্টাল “সিটিজি ক্যাম্পাস” এর মিরসরাই প্রতিনিধি, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার, মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন সংঘের সভাপতি, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত জানাজায় মিরসরাইয়ের সাংবাদিক, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।





পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত