সোমবার ● ১৪ জুন ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » পরকীয়ার জের ধরে কুষ্টিয়ায় দিনে দুপুরে মা, ছেলেকে গুলি করে হত্যা : আটক-১
পরকীয়ার জের ধরে কুষ্টিয়ায় দিনে দুপুরে মা, ছেলেকে গুলি করে হত্যা : আটক-১
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে পরকীয়ার জের ধরে কুষ্টিয়ায় দিনে দুপুরে মা, ছেলে ও নাগরকে শাকিলকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ কর্মকবর্তা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি। শহরের কাস্টম মোড় এলাকায় আজ ১৩ তারিখ রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাকিল (২৮), আসমা (২৫) এবং তাদের শিশু সন্তান রবিন (৫)। এ ঘটনায় ঘাতক পুলিশ কর্মকর্তা এ এস আই সোমেনকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ তাকে থানায় নিয়ে গেছে, বর্তমানে তিনি কুষ্টিয়া মডেল থানায় আছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘাতকের পরিচয় জানাননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১২ টার দিকে হঠাৎ একজন দুর্বৃত্ত এক মহিলা ও ছেলেকে গুলি করছে। এরপর একটি শিশু দৌড়ে পালানোর সময় শিশুটিকেও গুলি করে ওই অস্ত্রধারী দুর্বৃত্ত। পরে স্থানীয়রা ছুটে গেলে ওই অস্ত্রধারী দুর্বৃত্ত মার্কেটের ভেতরে ঢুকে কলাপসিবল গেটে আটকে দেয়। ঘটনাস্থলেই আসমা মারা যান এবং শাকিল ও শিশু রবিনকে দ্রুত কুষ্টিয়া সদও হাসপাতালে নিয়ে গেয়ে ওটি রুমে তারা মৃত্যুবরন করেন। এ সময় তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। পরবর্তীতে জানা যায় এই দুর্বৃত্ত একজন পুলিশ কর্মকর্তা। তিনি ইতিপূর্বে কুষ্টিয়া হালসা ক্যাম্পে ছিলেন বর্তমানে তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত আছেন।
নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতা কারিগড় পাড়ার মেজবার রহমানের ছেলে শাকিল (২৩), একই এলাকার আসমা (২৫) ও আসমার ছেলে রবিন (৫)। এ নিউজ লিখা পর্যন্ত মৃত তিন জনের ময়না তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি সাব্বিরুল।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী